AIFF ক্ষমা চাওয়ায় বরফ গলল না, আর্থিক ক্ষতির দাবি তুলল গোকুলাম কেরালা

শুক্রবার সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) উপর থেকে নির্বাসন ওঠার পরেই গোটা দেশ জুড়ে বর্তমানে কার্যত আনন্দের মরশুম ফুটবল প্রেমীদের কাছে। খুব শীঘ্রই ফিফার সমস্ত নিয়ম…

Gokulam Kerala women's team have to return to India

শুক্রবার সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) উপর থেকে নির্বাসন ওঠার পরেই গোটা দেশ জুড়ে বর্তমানে কার্যত আনন্দের মরশুম ফুটবল প্রেমীদের কাছে। খুব শীঘ্রই ফিফার সমস্ত নিয়ম মেনে নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাসন ওঠার পরপরই গোকুলাম কেরালার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল এআইএফএফ। সাসপেনশান জারি থাকায় উজবেকিস্তান থেকে গোকুলামের মহিলা দল ফিরে এসেছিল AFC Women’s Club Championship এর ম‍্যাচ না খেলে। শেষ ১১ দিনে ভারতীয় ফুটবলের অন‍্যতম হতাশার কারণ বলা যায় এই ঘটনাকে।

কিন্তু সর্বভারতীয় ফুটবল সংস্থার ক্ষমায় বরফ গলেনি। ইতিমধ্যে আর্থিক ক্ষতি পূরণের দাবী জানিয়ে এএফসি কে চিঠি ধরালো গোকুলাম।উজবেকিস্তানে ফুটবলার এবং সাপোর্ট স্টাফ সহ যাতায়াতে যা খরচ হয়েছে,সেই মূল্য ফেরত চেয়েছেন তারা।যদিও এখনও এবিষয়ে কোনও প্রতিউত্তর পাইনি সংশ্লিষ্ট ক্লাব।