তাজাকিস্তানের দাপুটে ফুটবলারকে সই করাল গোকুলাম কেরালা

গত আইলিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও চূড়ান্ত সাফল্য আসেনি কেরালার এই ফুটবল দলের (Gokulam Kerala) হাতে।

Komron Tursunov

গত আইলিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও চূড়ান্ত সাফল্য আসেনি কেরালার এই ফুটবল দলের (Gokulam Kerala) হাতে। মোট ২২ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে গোকুলাম কেরালা। তবে সেই হতাশা কাটিয়ে এবারের ডুরান্ড কাপে এখনো পর্যন্ত যথেষ্ট দাপট দেখিয়েছে কেরালার এই ফুটবল দল।

প্রথম ম্যাচেই ইন্ডিয়ান এয়ারফোর্সের ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে গোকুলাম কেরালা। সেখান থেকেই দাপট শুরু তাদের। পরবর্তী ম্যাচে বড়সড় চমক দেয় আইলিগের এই ফুটবল ক্লাব। হিরো আইএসএলের অন্যতম শক্তিশালী দল কেরালা ব্লাস্টার্সকে ৪-৩ গোলে পরাজিত করে অ্যান্টনি অ্যান্ড্রুসের ছেলেরা। যারফলে, খুব সহজেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয় গোকুলাম।

তবে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে এই ফুটবল দল। গত ম্যাচ জেতার ফলে কোয়ার্টার ফাইনাল সুনিশ্চিত হয়ে যাওয়ার দরুন আজ মূলত খেলোয়াড়দের অনুশীলন হিসেবেই আজকের ম্যাচকে দেখছে গোকুলাম দল। আগামী ২৫ তারিখ ইমামি ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে গোকুলাম।

তাই তার আগে আজকের এই ম্যাচ থেকে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে সকলে। চলতি টুর্নামেন্টের শুরুতে খুব একটা ভালো ছন্দ না থাকলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল। তাই লড়াই যে খুব সহজ হবে না তা বলাই চলে। তার মধ্যেই এবার দলের আক্রমণভাগে শক্তি বাড়াতে নয়া তারকাকে দলে টানল এই ফুটবল দল।

তিনি কমরন তুরসুনোভে। তাজাকিস্তানের এই সেকেন্ড স্ট্রাইকার একটা সময় এফসি রেজার থেকে উঠে এলেও পরবর্তীকালে মোহনবাগান সহ ট্রাউ এফসি থেকে শুরু করে চার্চিল ব্রাদার্স ও এমনকি রাজস্থান ইউনাইটেডের মতো দলের হয়েও খেলেন তিনি। তবে এবার আগামী ৩টি মরশুমের জন্য দক্ষিণের এই দলের জার্সিতে খেলবেন তিনি।