AFC Cup Clash: প্রতিপক্ষকে সমীহ করে এগোতে চান ফেরেন্দো, কেমন হতে পারে একাদশ?

AFC Cup Clash: কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants) দলের মুখোমুখি হবে ঢাকা আবাহনী ফুটবল ক্লাব (Dhaka Abahani FC)।

Mohun Bagan Supergiants

AFC Cup Clash: কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants) দলের মুখোমুখি হবে ঢাকা আবাহনী ফুটবল ক্লাব (Dhaka Abahani FC)। তবে খাতায় কলমে প্রতিপক্ষ দলের তুলনায় মোহনবাগান অনেকটাই এগিয়ে থাকলেও ম্যাচের রঙ কখন ও কিভাবে বদলায় তা অজানা নয় কারুর কাছে।

তাই প্রতিপক্ষ দলকে কিছুটা হলেও সমীহ করেই এগোচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। গতকাল দলের অনুশীলনে তাই ফুটবলারদের দিকে বাড়তি নজর দিতে দেখা যায় এই আইএসএল জয়ী স্প্যানিশ কোচকে। আসলে আজ জিতলেই সোজা এএফসি কাপের গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করবে মোহনবাগান সুপারজায়ান্টস।

   

তাই নিজেদের সেরা একাদশ নামিয়েই আজ জয় পাওয়ার লক্ষ্য থাকবে দলের ফুটবলারদের। তবে চোখের সমস্যা থাকায় আজ হয়ত মাঠে থাকতে পারবেন না অজি তারকা দিমিত্রি পেট্রতোস। অন্যদিকে চোট সারিয়ে আশিক কুরুনিয়ান ফিরে এলেও আজ হয়ত প্রথম একাদশে থাকতে পারবেন না তিনি। অগত্যা রিজার্ভে থেকেই হয়ত কাটতে পারে আজকের ম্যাচ। তাছাড়া গতকাল অনুশীলন চলাকালীন কিছুটা অসুস্থ হয়ে পড়েন আরেক বিদেশি ডিফেন্ডার ব্রান্ডন হ্যামিল। তবে এই পরিস্থিতিতে ও খুব একটা অসুবিধা হওয়ার নয় ফেরেন্দোর। যার অন্যতম কারন হল বুমোস থেকে শুরু করে কামিন্স ও সাদিকুর মতো ফুটবলারদের এই দলে থাকা।

সেক্ষেত্রে প্রথম একাদশে গোলের দায়িত্বে থাকতে পারেন বিশাল কাইথ। পাশাপাশি রক্ষনভাগে থাকতে পারেন আনোয়ার আলি, আশিষ রাই ও অধিনায়ক শুভাশিস বোস। মাঝমাঠের দখল নিতে রাখা হতে পারে অনিরুদ্ধ থাপা ও গ্লেন মার্টিনসদের। দুই উইং সামলাতে পারেন লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি। তবে পরবর্তীতে আশিক কুরুনিয়ানকে ও নামাতে পারেন কোচ। এবং প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুলতে ম্যাচের শুরু থেকেই হয়ত মাঠে থাকবেন আর্মান্দো সাদিকু ও হুগো বুমোস। পরিস্থিতি বুঝে অজি গোলমেশিন তথা জেসন কামিন্সকে দলে আনতে পারেন এই স্প্যানিশ কোচ।