Calcutta League: ওয়েস্টবেঙ্গল পুলিশের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল, কোথায় পাবেন টিকিট?

East Bengal

কলকাতা ফুটবল লিগের (Calcutta League) প্রথম ম্যাচে রেনবোর কাছে আটকে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ব্রিগেড। বহু লড়াই করে গোলের সহজ সুযোগ তৈরি করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি বিনো জর্জের ছেলেদের পক্ষে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ছেলেদের। যা দেখে প্রচন্ড হতাশ দলের সমর্থকরা।

এবার পরবর্তী ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। সূচি বলছে, আগামী ১৭ তারিখ ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতার এই প্রধান দল। এখন এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য লাল-হলুদ ফুটবলারদের। সেইমতো দলের সিনিয়র সদস্যদের বাদ দিয়ে প্রায় গোটা দল নিয়েই অনুশীলন চালাচ্ছেন কোচ।

   

পূর্বে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও সেইসময় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন চালু থাকায় নিরাপত্তাজনিত সমস্যা ও দলের অধিকাংশ ফুটবলারদের নির্বাচনের দায়িত্ব বাইরে থাকার দরুন পিছিয়ে দেওয়া হয় ম্যাচের দিন। সেইমতো আগামী ১৭ তারিখ বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। বর্তমানে সেই ম্যাচ দেখার জন্য যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কিন্তু কোথায় পাওয়া যাবে এই ম্যাচের টিকিট?

যতদূর জানা গিয়েছে নির্ধারিত সময়ের অনুসারে নৈহাটি স্টেডিয়াম ও নৈহাটি পৌরসভা থেকে ম্যাচের টিকিট সংগ্ৰহ করতে হবে দলের সমর্থকদের। যতদূর জানা গিয়েছে, সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পাওয়া যেতে পারে ম্যাচের টিকিট। যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন