ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাঁর সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিয়েছেন। এখানে তিনি সেই খেলোয়াড়দের রেখেছেন যাদের বিপক্ষে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। যে কারণে একজন ভারতীয় ক্রিকেটারও এই তালিকায় নেই। গৌতম গম্ভীরের দলে তিনজন পাকিস্তানি ও তিনজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রয়েছেন।
সমর্থকরা আন্দোলন করলেও, গা বাঁচাল শহরের তিন ফুটবল প্রধান? উঠছে প্রশ্ন
গৌতম গম্ভীর প্রথমে বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেইডেনকে। এ ছাড়া তিনি তাঁর দলে জায়গা দিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।
পাকিস্তানি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক, অলরাউন্ডার আব্দুল রাজ্জাক ও পেস বোলার শোয়েব আখতারকে দলে রেখেছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর তাঁর দলে বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও মরনে মরকেলকে। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটার রয়েছেন- ব্রায়ান লারা, মুথাইয়া মুরালিধরন ও অ্যান্ড্রু ফ্লিনটফ।
ইতিহাসের দুয়ারে জয় শাহ! আইসিসি চেয়ারম্যান হওয়ার পথ আরও মসৃণ অমিত-পুত্রের
গৌতম গম্ভীরের সর্বকালের সেরা বিশ্ব একাদশ (যার বিরুদ্ধে খেলেছেন তিনি)
অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, এবি ডি ভিলিয়ার্স, ব্রায়ান লারা, অ্যান্ড্রু সাইমন্ডস, ইনজামাম-উল-হক, আব্দুল রাজ্জাক, মুথাইয়া মুরালিধরন, শোয়েব আখতার, মরনে মরকেল, অ্যান্ড্রু ফ্লিনটফ।