Tuesday, October 14, 2025
HomeSports Newsভারতের কোচ হওয়ার পরেই ইতিহাস গড়লেন Gambhir

ভারতের কোচ হওয়ার পরেই ইতিহাস গড়লেন Gambhir

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ করা হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। আইপিএল ২০২৪-এ কেকেআরকে জয়ের পরে দ্রাবিড়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে গম্ভীর সামনের সারিতে ছিলেন। মঙ্গলবার বিসিসিআই সচিব জয় শাহ গৌতম গম্ভীরকে হেড কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

Advertisements

চারটি ক্লিনশিট, মোহনবাগানে কেমন ছিল আনোয়ারের পারফরম্যান্স?

Advertisements

ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর রেকর্ড বুকে নিজের নাম খোদাই করলেন গৌতম গম্ভীর। গম্ভীর বিশ্বের প্রথম কোচ যিনি একাধিক ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন গম্ভীর। গম্ভীর ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। গম্ভীরের ৭৫ রানের ইনিংস দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীর। এই ম্যাচেও ভারতের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। ৯৭ রানের শ্বাসরুদ্ধকর ইনিংসের সাহায্যে ভারতকে নিয়ে গিয়েছিলেন খেতাব জয়ের দোরগোড়ায়।

Mohun Bagan: মোলিনা জমানায় গুরুত্ব পেতে পারেন ভারতীয়রা

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন গৌতম গম্ভীর। তিনি স্পষ্ট জানিয়েছেন, টিম ইন্ডিয়াকে সাফল্যে এনে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু করবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments