রায়গঞ্জঃ রায়গঞ্জে ভোট চলাকালীন ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূল। বুধবার ভোট কেন্দ্রে ঢুকে ভিডিও করার অভিযোগ উঠল শাসকদলের এক মহিলা কর্মীর বিরুদ্ধে। দলের নেতাদের বিশ্বাস অর্জন করতেই তিনি এমনটা করেন বলে জানান ওই মহিলা। যার ফলে ভোটের সকালে কিছুটা অস্বস্তিতে পড়তে হল জেলা তৃণমূল নেতৃত্বকে।
উপনির্বাচনের মাঝেই শক্তি বাড়াল বিজেপি, গেরুয়া শিবিরে যোগ হেভিওয়েট নেতার
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাঞ্চনপল্লীর ১৪৭ নং বুথে। ঘটনাটি নিয়ে সরব হয়েছে বিজেপির স্থানীয় নেতারা। তাঁদের অভিযোগ, এদিন সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর এক মহিলা ভোট কেন্দ্রে ঢোকেন।
বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়
তারপর ইভিএমের সামনে ভোট দেওয়ার সময় মোবাইলে ভিডিও রেকর্ড করেন তিনি। দেখা গিয়েছে ইভিএমের প্রথম তৃণমূলের সিম্বলেই ভোট দিলেন ওই মহিলা। আর গোটা ভিডিওটি নিজের হাতেই করেন তিনি। পাশ থেকে একটি পুরুষ কন্ঠের আওয়াজ শোনা যায়। এই ভিডিওটি প্রকাশ পেতেই শোরগোল শুরু হয় এলাকায়।
ওই মহিলার দাবি তিনি আগে বিজেপি করতেন। পরে তৃণমূলে যোগ দেন তিনি। তখন তৃণমূল নেতারা বিশ্বাস করছিলেন না যে তিনি মন থেকে তৃণমূলকে ভোট দেবেন। হয়তো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারেন। এমনই মনে করছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। কিন্তু সেই ধারণা ভাঙতেই তিনি ভিডিও রেকর্ডিং করে তাঁর ভোটদান প্রকাশ্যে আনেন।
মহুয়ার ডাকা বৈঠকে অনুপস্থিত দুই তৃণমূল বিধায়ক! কারণ ঘিরে জল্পনা
যদিও এই ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁর দায় এড়িয়ে যান রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ওই মহিলা নিজের ইচ্ছেতেই এমনটা করেছেন, তাঁকে দল থেকে কখনই এই কাজে বাধ্য করা হয়নি বলে দাবি করেন তিনি। এদিন ভোট চলাকালীন রায়গঞ্জের বিভিন্ন বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।
মানিকের অনুমোদনেই ওএমআর শিট ধ্বংস! আদালতে মোড় ঘোরানো দাবি পর্ষদের আইনজীবীর
রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে মোহিত সেনগুপ্ত। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি।