IPL 2024: ‘ঠান্ডা ঘরে বসে বলা খুব সহজ’, জ্বলে উঠলেন গম্ভীর

আইপিএল ২০২৪ (IPL 2024)-এ অধিনায়ক এবং খেলোয়াড় উভয় ক্ষেত্রেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পারফরম্যান্স বলার মতো নয়। মরসুম শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি রোহিত শর্মাকে…

gautam gambhir in support of hardik pandya

আইপিএল ২০২৪ (IPL 2024)-এ অধিনায়ক এবং খেলোয়াড় উভয় ক্ষেত্রেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পারফরম্যান্স বলার মতো নয়। মরসুম শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করেছিল। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি দলের সমর্থকদের অনেকের। এরপর গোটা মরসুম জুড়েই সমালোচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। ভক্ত হোক বা ক্রিকেট বিশেষজ্ঞ, হার্দিক পান্ডিয়া সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিভিন্ন দিক থেকে।

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখন হার্দিক পান্ডিয়ার পক্ষে কথা বলেছেন। একই সঙ্গে হার্দিকের সমালোচকদের তীব্র নিন্দা করেছেন তিনি। গৌতম গম্ভীর হার্দিক পান্ডিয়ার সামর্থ্যের উপর আস্থা প্রকাশ করেছেন। গম্ভীরের বিশ্বাস ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবেন হার্দিক পান্ডিয়া।

   

Team India Head Coach নিয়ে বড় আপডেট, দৌড়ে নেই ভারতের দুই কিংবদন্তি!

‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে আপনি ১০ বলে ২৫ রান করলে বা পরপর দুই উইকেট নিলেই পরিস্থিতি আবার আপনার অনুকূলে চলে আসবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার উপর অধিনায়কত্বের কোনও চাপ থাকবে না। তাই চাপ মুক্তভাবে খেলার সুযোগ থাকবে।’ এরপরেই গম্ভীর বলেছেন, ‘ঠান্ডা ঘরে বসে কারও সমালোচনা করা খুব সহজ।’

গম্ভীর বিশ্বাস করেন যে হার্দিক যদি আইপিএল ২০২৪-এ ৫০০ রান করতেন তাহলেও তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হত। তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড়ের ভাল পারফরম্যান্সের মধ্যে অনেক কিছুই থাকে। অধিনায়কত্ব ও দলীয় পারফরম্যান্সের চাপ তো আছেই। এমনকি যদি তিনি ৫০০ রান করতেন, তবুও পয়েন্ট টেবিলে এমআইয়ের অবস্থানের জন্য তিনি সমালোচিত হতেন।’

Hugo Boumous: চেন্নাইয়িন এফসিতে হুগো বুমোস? জানুন সম্ভাবনা কতটা

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দল যারা আইপিএল ২০২৪ প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছিল। নিজের খারাপ ফর্মের জন্য সমালোচনার মুখে পড়েছেন হার্দিক। তারকা এই অলরাউন্ডার ১২ ইনিংসে মাত্র ২০০ রান করেছেন এবং ১০.৫৮ ইকোনমি রেটে সমসংখ্যক ইনিংসে মাত্র ১১ উইকেট নিয়েছেন।