East Bengal: ইয়ুথ লীগে কবে ও কাদের সাথে খেলবে মশালবাহিনী? জানুন

East Bengal Ahead of Calcutta League

এবারের প্রিমিয়ার ডিভিশন লীগে অনবদ্য পারফরম্যান্স থেকেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে আটকে যেতে হলেও পরবর্তীকালে নিজেদের ছন্দে ফিরে এসেছিল রিজার্ভ দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরাজিত হতেই চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায় লাল-হলুদ ব্রিগেড।

Advertisements

আরও পড়ুন: Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা  

অন্যদিকে, এই নিয়ে টানা তিনবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় সাদা-কালো ব্রিগেড। তবে সেইসব এখন অতীত। এবার ইয়ুথ ফুটবল লিগের দিকেই বাড়তি নজর দিতে চান লাল-হলুদের যুব দলের কোচ। সেইমতো বেশ কিছুদিন ধরেই গোটা দল নিয়ে অনুশীলন চালাচ্ছে ময়দানের এই প্রধান।

কিন্তু কবে থেকে মাঠে নামছে লাল-হলুদ? নির্ধারিত সূচী অনুসারে আগামী ১৪ ডিসেম্বর থেকে অভিযান শুরু করছে ময়দানের এই প্রধান। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। যেটি অনুষ্ঠিত হবে বারাকপুর স্টেডিয়ামে। তারপর ১৬ তারিখ তাদের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে। যেটি শুরু হবে সকাল ১১টায়, মোহনবাগানের ঘরের মাঠে।

আরও পড়ুন: Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন  

Advertisements

তারপর তিন দিনের বিশ্রাম নিয়ে ২০ তারিখ কল্যাণীতে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তারপর ২৩ তারিখ সকালে বারাকপুরে তাদের খেলতে হবে ওডিশা দলের বিপক্ষে। চলতি বছরের মতো এখানেই শেষ তাদের ম্যাচ। তারপর নতুন বছরে অর্থাৎ ৪ঠা জানুয়ারী দুপুরে বারাকপুর স্টেডিয়ামে ফের ওডিশার বিপক্ষে খেলবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা 

তারপর ৬ জানুয়ারী নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে মশাল ব্রিগেড। এরপর ৯ জানুয়ারী ফিরতি ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগানের। যেটি অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে। কিছুদিন বিশ্রাম নিয়ে ভুবনেশ্বর চলে যাবে এই প্রধানের জুনিয়র দল। সেখানে তাদের ১৪ তারিখ খেলতে হবে ওডিশা এফসির বিপক্ষে। দুইদিন পর ফের ম্যাচ ক্যাপিটাল মাঠে। সেখানে খেলতে হবে স্পোর্টস ওডিশার বিরুদ্ধে। তারপর ২১ তারিখ মহামেডানের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে খেলে গ্রুপ পর্বে অভিযান শেষ করবে ইস্টবেঙ্গল ফুটবল দল।