নিজেকে আদর্শ টিমম্যান হিসেবে দাবি ফরোয়ার্ড লিস্টন কোলাসোর

গোল খরায় ভুগতে হচ্ছে গোয়ানিজ ফরোয়ার্ড লিস্টন কোলাসোকে (Liston Colaco)। খেলোয়াড়দের কেরিয়ারে এমন মুহুর্ত আসে।এই সময়ে চোখ কান বুঝে মাঠে শুধু ঘাম ঝড়াতে হয়,এখন যেটা…

Liston Colaco

গোল খরায় ভুগতে হচ্ছে গোয়ানিজ ফরোয়ার্ড লিস্টন কোলাসোকে (Liston Colaco)। খেলোয়াড়দের কেরিয়ারে এমন মুহুর্ত আসে।এই সময়ে চোখ কান বুঝে মাঠে শুধু ঘাম ঝড়াতে হয়,এখন যেটা করছে ফুটবলার লিস্টন কোলাসো।

গত আইএসএলে হয়ে উঠেছিলেন ATKমোহনবাগানের গোলমেশিন। কিন্তু চলতি আইএসএলে কোলাসোর পারফরম্যান্স গ্রাফ নীচের দিকে।এই নিয়ে নিজেও ভীষণ সচেতন গোয়ানিজ ফরোয়ার্ড। তাই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে জোরকদমে অনুশীলনে লিস্টন কোলাসো। নিজেই জানালেন,”ক’টা গোল করলাম, সেটা বড় কথা নয়। দলের জয়টাই বড় কথা”।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এই সূত্রে নিজের অফফর্ম স্বীকার করে নিয়ে ATKমোহনবাগান ফরোয়ার্ড লিস্টন কোলাসো বলতে থাকেন,”গত বছর আট গোল করেছিলাম, এ বারও আমার অনেক গোল করা উচিত, এটা ঠিকই। এই মরশুমটা আমার ভাল যাচ্ছে না, এটাও মেনে নিচ্ছি। কিন্তু আমার কাছ থেকে দল যেটা চাইছে, সেটা দিতে পারছি কি না, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ক’টা গোল করলাম, সেটা বড় কথা নয়”।

এরই সঙ্গে নিজেকে একজন আদর্শ টিমম্যান হিসেবে দাবি করে কিছুটা আক্ষেপের সুর ধরা পড়েছে বছর ২৪ এর ফরোয়ার্ড কোলাসোর মুখে।আক্ষেপের সুরে বলেন,”আসলে সবাই আমার গোলের কথাই ভাবে, আমি দলকে খেলায় কী ভাবে সাহায্য করছি, সেটা দেখে না”। নিজের আক্ষেপ মনের মধ্যে পুষে রেখে দাঁতে দাঁত চেপে কামব্যাকের লক্ষ্যে সবুজ মেরুন ফরোয়ার্ড লিস্টন কোলাসো। বুক চাপা অভিমান নিয়ে কোলাসো এখন ঘুরে দাঁড়ানোর লড়াইতে মশগুল আদাজল খেয়ে।