Mohammedan SC: মহামেডানের ডিরেক্টর বোর্ডে এবার প্রাক্তন আইএফএ সচিব

গত বেশকিছু মাস ধরেই ইনভেস্টর ইস্যু নিয়ে সরগরম ছিল মহামেডানের (Mohammedan SC)। যা নিয়ে চিন্তায় ছিল দলের সমর্থরা।

Mohammedan SC Foreign Brigade

গত বেশকিছু মাস ধরেই ইনভেস্টর ইস্যু নিয়ে সরগরম ছিল মহামেডানের (Mohammedan SC)। যা নিয়ে চিন্তায় ছিল দলের সমর্থরা। তবে এই ঘটনা নতুন নয়, শেষ ফুটবল মরশুম শুরুর আগে ও ক্লাবের শেয়ার থেকে শুরু করে বিবিধ বিষয় নিয়ে বাঙ্কারহিলের সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান ক্লাব। শেষপর্যন্ত উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অনেকটাই শান্ত হয়েছে পরিস্থিতি।

একটা সময় বাঙ্কারহিলের চলে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে উভয়পক্ষের ব্যাপক আলোচনার মাধ্যমে বদলে যায় পরিস্থিতি। যারফলে, আর কোনো নতুন লগ্নিকারী সংস্থা নয়, বরং পুরোনো সংস্থা তথা বাঙ্কারহিলই থেকে গিয়েছে কলকাতার এই আরেক প্রধানের সঙ্গে। যতদূর জানা গিয়েছে আগামীতে কলকাতার এই তৃতীয় প্রধান যদি হিরো আইএসএলের মঞ্চে নিজেদের স্থান পাকা করে তাহলেও হয়ত তাদের সঙ্গে সক্রিয়তা বাড়াবে দীপককুমার সিংয়ের বাঙ্কারহিল।

   

এসবের মাঝেই দেখা গেল এবার বড়সড় চমক। আসলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নয়া ঘোষণা করা হল ক্লাবের তরফে। সেই অনুযায়ী মহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর বোর্ডের সঙ্গে যুক্ত হতে চলেছেন প্রাক্তন আইএফএ সচিব জয়দ্বীপ মুখার্জি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশেষ সূত্র মারফত খবর, দলের অন্যতম লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের তরফ থেকে সাতজন সদস্যদের যে ডিরেক্টর বোর্ড গঠন করা হয়েছে তারমধ্যে অন্যতম একজন হতে চলেছেন এই প্রাক্তন সচিব। অর্থাৎ এবার থেকে মহামেডান দলের অগ্ৰগতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবেন তিনি।

তবে শুধু ডিরেক্টর বোর্ড নয়, নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের ক্ষেত্রেও এসেছে বড়সড় চমক। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচন করার ক্ষেত্রেও বিরাট চমক দিয়েছে সাদা-কালো ব্রিগেড। আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে আইলিগে দাপিয়ে আসা ঘানার ফুটবলার প্রিন্সের পাশাপাশি রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন অধিনায়ক লামিনে মোরোর মতো তারকাও রয়েছেন এবারের দলে। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে এবারের এই তারকাখচিত দল নিয়েই মাঠে নামবে সাদা-কালো ব্রিগেড।