Calcutta League: দলে ফিরলেন অতুল, মাঠে উপস্থিত লাল-হলুদের স্প্যানিশ কোচ

সোমবার ভোররাতে শহরে পা রেখেছেন ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যাকে নিয়ে উন্মাদনা চরমে উঠেছিল লাল-হলুদ সমর্থকদের মধ্যে।

East Bengal Junior Team

সোমবার ভোররাতে শহরে পা রেখেছেন ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যাকে নিয়ে উন্মাদনা চরমে উঠেছিল লাল-হলুদ সমর্থকদের মধ্যে। একশোর ও বেশি সমর্থকদের আগমনে বিমানবন্দর থেকে গাড়িতে করে নিজের গন্তব্যে পৌঁছে ছিলেন এই আইএসএল জয়ী কোচ। তবে আরও কয়েকদিন আগে তার আসার কথা থাকলেও ভিসা সমস্যা দেখা দেওয়ায় পিছিয়ে গিয়েছিল তার ভারতে।

তাই এবার শহরে এসে আর সময় নষ্ট করতে চাননা এই স্প্যানিশ কোচ। তাই দীর্ঘ বিমান যাত্রা করার পর সামান্য বিশ্রাম নিয়েই গাড়িতে করে সোজা নৈহাটি পৌঁছে গিয়েছেন লাল-হলুদের জুনিয়র দলের খেলা দেখতে। যেখানে আজ কলকাতা লিগের (Calcutta League) চতুর্থ ম্যাচে বিএসএসের বিপক্ষে খেলছে জুনিয়র দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেনবোর কাছে আটকে গেলেও পরবর্তীতে দুইটি ম্যাচে জয় পেয়েছে এই প্রধান ক্লাব।

   

তাই আজকের এই ম্যাচে ও জয় ধরে রাখার পরিকল্পনা থাকবে বিনো জর্জের ছেলেদের। তাছাড়া আজ ম্যাচের শুরু থেকেই সিনিয়র দলের কোচ মাঠে থাকায় খেলোয়াড়রা যে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তা কিন্তু বলাই চলে। তবে আজকের এই ম্যাচে সদ্য সিনিয়র দলে প্রমোট হওয়া বেশকিছু ফুটবলার থাকায় আরও বেশি করে গুরুত্ব পেতে চলেছে এই ম্যাচ। আসলে, এই প্রিমিয়ার ডিভিশন লিগ থেকেই নিজেদের সাপ্লাই লাইন মজবুত করতে চাইছেন কুয়াদ্রাত। সেইমতো আজ দলে ফেরানো হয়েছে ভরসাযোগ্য ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণন ও দীপ সাহার মতো ফুটবলারদের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোলরক্ষক আদিত্য পাত্রের সঙ্গে সংঘর্ষের দরুন চোট পেয়েছিলেন দুজনেই। বর্তমানে আদিত্য বিশ্রামে থাকলেও অতুল খেলছেন আজকের ম্যাচ। এছাড়াও আজ প্রথম একাদশে রয়েছেন যথাক্রমে মহম্মদ নিশাদ, তুহিন দাস, সার্থক গোলুই, শুভেন্দু মান্ডি, সৌভিক চক্রবর্তী, লিজো, সঞ্জীব ঘোষ, দীপ সাহা, অভিষেক কুঞ্জম ও কুশ ছেত্রী।