Kolkata League : মোহনবাগান-ইস্টবেঙ্গল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ফুটবলারের

গতবার কলকাতা লিগে (Kolkata League) এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে খেলতে দেখা যায়নি। তাতে আশাহত হয়েছিলেন দুই প্রদানের সমর্থকরা। নানান সমস্যার জন্য দুই প্রধান গতবার কলকাতা…

Former footballer Rahim Nabi

গতবার কলকাতা লিগে (Kolkata League) এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে খেলতে দেখা যায়নি। তাতে আশাহত হয়েছিলেন দুই প্রদানের সমর্থকরা। নানান সমস্যার জন্য দুই প্রধান গতবার কলকাতা লিগ খেলতে পারেনি। এবারও কলকাতা লিগে মোহনবাগান ইস্টবেঙ্গলকে দেখা যাবে কিনা এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।

আশঙ্কা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। অনেকটা মুশকিল আসানের মত হাজির হয় আর্মি। তারা দুই ক্লাবের সঙ্গে মিটিং করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যদি না ডুরান্ড এবং কলকাতা লিগ লিখে না খেলে দুই প্রধান তাহলে আর কোনও খেলা করতে দেবেনা তাদের। এমনকী ক্লাব তুলে দেওয়ার হুমকিও দিয়েছে তাদের।অনেকটা বাধ্য হয়েই ডুরান্ড এবং কলকাতা লিগের খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল ।

   

কলকাতা লিগে দুই প্রধানকে দেখা যাবে তাতে উচ্চসিত প্রাক্তন ফুটবলার রহিম নবি। তিনি বলেন, ‘কলকাতা লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে এ তো খুবই ভালো খবর। কিন্তু খেলবে নাই বা কেন? এবার না খেললে খেললে আইএফএ এবং আর্মি ময়দানে ক্লাবটাই তুলে দেবে। তাই ওরাও অনেকটা বাধ্য হয়েই খেলছে। সত্যি কথা বলতে কি কলকাতা লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল না খেললে লিগের গরিমা থাকবেনা। কতবার দেখা গিয়েছে সেই দৃশ্য। লিগ অনেকটা জোলো হয়ে গিয়েছিল । এবার অবশ্য লিগের গরিমা ফিরবে বলে মনে করছি।’

Advertisements

একইসঙ্গে দুই প্রধানকে আক্রমণ করে তিনি বলেন, ‘ওরা খেলবে না কেন ? কত বড় ক্লাব যে টুর্নামেন্টে খেলবে না। সব টুর্নামেন্ট খেলতে হবে। নাহলে কেউ মনে রাখবে না মোহনবাগান ইস্টবেঙ্গলকে।’