Tuesday, October 14, 2025
HomeSports NewsMehtab Hossain: স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিং নিয়ে মুখ খুললেন মেহতাব

Mehtab Hossain: স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিং নিয়ে মুখ খুললেন মেহতাব

খারাপ সময় যেন কিছুতেই কাটতে চাইছে না লাল-হলুদ (East Bengal) শিবিরের। সেই ফাউলার জামানা থেকে শুরু করে বর্তমানে স্টিফেনের (Stephen Constantine) দায়িত্বে থেকে ও হতশ্রী পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। যা দেখে ধৈর্য্যের বাঁধ ভাঙতে শুরু করেছে সমর্থকদের। প্রথমবারের আইএসএলের মতো এবছর ও লিগ টেবিলের তলানিতে থেকে নিজের অভিযান শেষ করেছে দল। তাই আসন্ন সুপার কাপ পর্যন্ত কোচের ডেডলাইন বেঁধে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। পাশাপাশি নতুন কোচের সন্ধান ও শুরু হয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে। উঠে এসেছে একাধিক হাই প্রোফাইল নাম।

Advertisements

এই পরিস্থিতিতেই বর্তমান কোচের প্রসঙ্গে বিষ্ফোরক মন্তব্য করে বসলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার মেহতার হোসেন (Former footballer Mehtab Hossain)। শুরুতেই তিনি বলেন, কোনও দলের সর্বদা খারাপ সময় থাকে না। আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হতে থাকে। তাছাড়া কোনও নতুন দলের পক্ষে সহজেই সাফল্য পাওয়া সম্ভব নয়। তার জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি খেলোয়াড়দের বোঝাপড়া তৈরি হওয়া ও অত্যন্ত জরুরি।

Advertisements

সেইসাথে এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওরা দীর্ঘ কয়েকবছর ধরে নিজেদের দল ধরে রেখেছে। তাই সাফল্য তাদের কাছে আসা স্বাভাবিক। তাই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ও এই জিনিস গুলো মাথায় রাখতে হবে। প্রথমবারে ভালো দল তৈরি করেই সাফল্য পাওয়া কিংবা প্রথম তিনের মধ্যে থাকে যথেষ্ট কঠিন।

তবে এখানেই শেষ নয়। দুই প্রধানের হয়ে ময়দান কাপানো এই তারকা আরও বলেন, সবার আগে ম্যান ম্যানেজমেন্টের উপর জোড় দিতে হবে লাল-হলুদ কোচ কে। কোচ আমি দলের সব, এমন মনোভাব রাখা চলবে না। বরং তাদের পাশে থেকে দলের সাফল্য আনার চেষ্টা করতে হবে। সেই সাথে অতীতে লাল-হলুদে খেলে যাওয়া স্মৃতি ও তুলে ধরেন এক জনপ্রিয় মাধ্যমে। তবে এখানেই শেষ নয় তিনি আরও বলেন,” স্টিফেন কনস্ট্যানটাইন কে একদিন আমার কাছে আসতে বলো। আমি শিখিয়ে দেব ম্যান ম্যানেজমেন্ট কাকে বলে।” এখন আসন্ন সুপার কাপের দিকেই তাকিয়ে সমর্থকরা।

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments