East Bengal: কোচ নিয়োগ ঘিরে অশান্তি লাল-হলুদের অন্দরে

873
Officials from Emami and East Bengal Club shaking hands
File Picture

আইএসএলে অংশগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত নিজেদের স্বাভাবিক ছন্দে ফেরেনি ইস্টবেঙ্গল। রবি ফাউলার থেকে শুরু করে মানালো দিয়াজ এমনকি ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে দলের দায়িত্ব দিয়েও শেষ পর্যন্ত মুখ পুড়েছে লাল-হলুদ (East Bengal) কর্তাদের।

একদিকে যখন আইএসএল লিগ টেবিলের ৯ নম্বরে নিজেদের অভিযান শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল। অন্যদিকে, সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি কে হারিয়ে টুর্নামেন্ট বিজয়ী হয়েছে এটিকে মোহনবাগান। সেইসাথে নামের আগে থেকে উঠে গিয়েছে ‘এটিকে’ শব্দটি। যারফলে ক্রমশ চাপ বাড়ছে ইস্টবেঙ্গলের ক্লাব কর্তাদের। তাই গতবারের সমস্ত ভুলত্রুটি কে দূরে ঠেলে, এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিতে চায় ম্যানেজমেন্ট। এবার সেখানেই মতভেদ দেখা গেল লগ্নিকারী সংস্থা সঙ্গে ক্লাব কর্তাদের।

উল্লেখ্য, এবারের ফুটবল মরশুমে দলের হতশ্রী পারফরম্যান্স হতাশ করেছে সকলকে। তাই আসন্ন সুপার কাপ পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে। সেইমতো, এখন থেকেই আগামী মরশুমের জন্য কোচ বাছাই শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, এবারের ওডিশা এফসির প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউয়ের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে লগ্নিকারী সংস্থা। যা কিছুতেই মেনে নিতে পারছেন না ক্লাব কর্তারা। তাদের দাবি স্টিফেন কনস্ট্যানটাইনের পরিবর্তে কোচ হিসেবে দলে আনা হোক অ্যান্তোনিও লোপেজ হাবাস কে। যদি তার সঙ্গে এখনো পর্যন্ত কোনও কথাবার্তা শুরু করেনি ইমামি ম্যানেজমেন্ট।

তবে শুধু হাবাস নন, ক্লাব কর্তাদের পছন্দের তালিকায় রয়েছেন সের্জিও লোবেরা ও ম্যানুয়েল মার্কোজ রোকার মতো বেশকিছু জনপ্রিয় নাম। এই নিয়েই আগামীকাল লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসছে ক্লাব। দিনকয়েক আগেই পছন্দের খেলোয়াড়দের একটি তালিকা পাঠানো হয়েছিল ইমামি ডিরেক্টরের কাছে। যা দেখে চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি ছিল লগ্নিকারী সংস্থার। এবার কোচ নিয়োগ নিয়ে ও দেখা দিয়েছে মতের অমিল। সব মিলিয়ে এক ডামাডোল পরিস্থিতি লাল-হলুদের অন্দরে।