বিশ্বকাপের সেমিতে যাওয়ার রাস্তা কঠিন মিতালিদের 

বিশ্বকাপের সেমিতে যাওয়ার রাস্তা কঠিন হল মিতালিদের জন্য। জটিল অঙ্কের মুখে দাঁড়িয়ে মিতালি রাজদের বিশ্বকাপের  স্বপ্ন। পয়েন্ট টেবলের ভারতের সংগ্রহ ৬ ম্যাচে ৬ পয়েন্ট।  পরিস্থিতি,…

বিশ্বকাপের সেমিতে যাওয়ার রাস্তা কঠিন হল মিতালিদের জন্য। জটিল অঙ্কের মুখে দাঁড়িয়ে মিতালি রাজদের বিশ্বকাপের  স্বপ্ন। পয়েন্ট টেবলের ভারতের সংগ্রহ ৬ ম্যাচে ৬ পয়েন্ট।  পরিস্থিতি, নেট রান রেট এবং অন্যান্য টিমগুলোর গতি প্রকৃতির উপর চোখ রাখতে হবে এখন ভারতকে। গ্রুপ লিগের শুরুর দিকে টপ ওর্ডার ব্যাটসম্যানদের রানের খরা দায়ী এই পরিস্থিতির জন্য। অধিনায়ক মিতালি রাজ নিজে রান পাননি শুরুর ম্যাচ গুলিতে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ছাড়া ভারতের প্রথম সারির ব্যাটাররা কেউই কার্যত বড় রানের মুখ দেখেননি। 

বাংলাদেশকে হারিয়ে গ্রুপ টেবলের তিনে উঠে আসেন মিতালি, ঝুলনরা। রান রেটের বিচারেও অন্য দলগুলির তুলনায় অনেকটাই এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু বৃষ্টিতে ভেস্তে যাওয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সব সমীকরণ বদলে দিয়েছে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন উইমেন ইন ব্লু। 

   

পয়েন্ট টেবিলের বিচারে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ চারে পৌছে গিয়েছে অজিরা। সম সংখ্যক ম্যাচ খেলে ৯ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। তালিকায় দুই নম্বরে রয়েছে তারা। তিন, চার ও পাঁচ নম্বরে থাকা তিন টিমের মধ্যে লড়াই এখন সেমিফাইনালে টিকিট পাওয়ার। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭ ম্যাচে ৭।