Durand Cup: দলের খেলায় খুশি প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস

Dipendu Biswas

ডুরান্ড কাপের ১৩১ তম সংস্করণের সেমিফাইনাল ম্যাচে বুধবার, মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে মহামেডান স্পোটিং ক্লাব (Durand Cup) হেরে গিয়েছে। ৯১ মিনিটে বিপিন সিং’র করা গোলে মুম্বই সিটি এফসি ১৩১ তম ডুরান্ড কাপের ফাইনালে চলে গিয়েছে।

Advertisements

গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দ বজায় রাখার পরেও শেষ চারের লড়াইতে হেরে যাওয়ায় সাদা কালো শিবিরের সমর্থকরা স্বভাবতই হতাশ। কিন্তু এই হতাশার মাঝেও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস মহামেডান স্পোটিং’র ফুটবলারদের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাতে মোটেও ভোলেননি। বৃ্হস্পতিবার, সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলে মহামেডান খেলোয়াড়দের লড়াইকে স্যালুট জানিয়ে পোস্টে লিখেছেন, “ডুরান্ড কাপ সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে আমরা হেরে গেলেও, আইএসএল-এর টিম বনাম আই লিগের টিমের তুল্য মূল্য লড়াইতে, আমাদের ছেলেরা দারুণ ফুটবল খেলেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ৫৫ হাজারেরও বেশি আমাদের সকল সদস্য সমর্থক সহ সকলকে জানাই, আন্তরিক ধন্যবাদ..”

   

প্রসঙ্গত,ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে হেরে গিয়ে ATK মোহন বাগান ও ইমামি ইস্ট বেঙ্গল কলকাতার এই দুই ক্লাব নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে তুলেছিল।এই কারণে ডুরান্ড কাপ টাইটেলশিপ থেকে ছিটকে যেতে হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব দলকে। টুর্নামেন্টে আশা জিইয়ে রেখেছিল মহামেডান স্পোটিং ক্লাব নিজেদের পারফরম্যান্সের জোরে। গতবারের রানার্স মহামেডানের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মুম্বইর কাছে শেষ মুহুর্তে (৯১ মিনিটে) গোল হজম করে।

৬০ মিনিটে, একের বিরুদ্ধে এক অবস্থাতে দাঁড়িয়ে মুম্বইর খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্টের শট মহামেডান গোলকিপার জোনাথমাইওইয়ার অসাধারণ ক্ষিপ্রতায় রুখে দেওয়া সেমিফাইনাল ম্যাচে সাদা কালো ব্রিগেডকে তাতিয়ে দিলেও গোল অধরাই থেকে যায়।এর আগে ২৯ মিনিটে প্রীতমের ক্রস থেকে মার্কাস জোসেফের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। নক আউট স্টেজে আবিওলা দাউদা ম্যাজিক দেখালেও বুধবার, দাউদা মাঠে নামেনি। চারদিন আগে কলকাতাতে এসে নক আউটে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোলের মালিক নাইজেরিয়া দাউদা ম্যাচ ফিট না থাকার কারণে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যায় নি। দাউদার অনুপস্থিতিতে মহামেডানে স্কোরারে অভাব ফুটে ওঠে।যা সেমিফাইনাল ম্যাচে সাদা কালো শিবিরের বিপক্ষে যায়। মাঝমাঠ আর আপফ্রন্টে খেলোয়াড়ের অভাব ভোগায় মুম্বইর বিরুদ্ধে কলকাতা জায়ান্টদের। ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে হেরে গিয়ে হতাশা থাকলেও ‘বাউন্স ব্যাক’ করবে, বৃ্হস্পতিবার এমনই প্রতিশ্রুতি টুইট করে জানিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব। সামনে আই লিগ,তাই অতীত ভুলে মহামেডান ফুটবলারদের পাখির চোখ এখন আই লিগ তা পরিষ্কার এদিনের টুইট পোস্টের থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements