মোহনবাগান আজ এগিয়ে-বিশ্বজিৎ

প্রাক্তন ফুটবলার শ্যাম থাপার মত ওপর প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যও মনে করছেন একটু হলেও মোহনবাগান এগিয়ে রয়েছে ডার্বিতে। কে জিতবে এই ডার্বি ?এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিশ্বজিৎ বলেন, ‘মোহনবাগান তৈরি দল। ওরা অনেক আগে থেকে প্র্যাকটিস করছে। ওদের দলে অনেক পুরনো ফুটবলার রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল নতুন দল।কোচ নতুন, ফুটবলা্রাও নতুন । সবে অনুশীলন শুরু করেছে। ডুরান্ডে দুটো ম্যাচ খেলেছে। তাই একটু হলেও মোহনবাগান এই ডার্বিতে এগিয়ে রয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের কথা বলা যায় না।তবুও মোহনবাগানকে আমি এগিয়ে রাখছি।’

একইসঙ্গে তিনি বলেন, ‘ডুরান্ডে মুম্বই অনেক তৈরি দল এবার। ডুরান্ডে ওরাও ড্র করেছে। তাই ফুটবলের কথা বলা যায় না। আমার মতে ইস্টবেঙ্গল লড়াই করবে। দলটা তৈরি হতে সময় দিতে হবে ।উপভোগ্য লড়াই হবে বলে মনে করছি। তবু একটু হলেও মোহনবাগান এগিয়ে রয়েছে।’ সমর্থকদের জন্য খুব ভালো খবর বলে মনে করছেন বিশ্বজিৎ। তিনি বলেন, ‘ অনেক বছর পর ডার্বি হচ্ছে, সমর্থকরা খুশি। এটা দেখে আমার খুব ভালো লাগছে।’

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন