আজকের ডার্বিতে ইস্টবেঙ্গল পিছিয়ে –শ্যাম থাপা

আজ যুবভারতীতে ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল- মোহনবাগান। কে জিতবে এই ডার্বি? এই প্রশ্ন এখন সকলের মনে। প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা মনে করছেন আজকের ডার্বিতে…

আজ যুবভারতীতে ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল- মোহনবাগান। কে জিতবে এই ডার্বি? এই প্রশ্ন এখন সকলের মনে। প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা মনে করছেন আজকের ডার্বিতে মোহনবাগানের জেতার সম্ভাবনা বেশি। ইস্টবেঙ্গল জিতলে বিরাট কাণ্ড হবে বলে মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে শ্যাম থাপা বলেন, ‘ রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস ছাড়া মোহনবাগানের দল প্রায় একই রয়েছে। সবই পুরনো ফুটবলার। দুই একজন নতুন ফুটবলার যোগ হয়েছে দলে । সেই ক্ষেত্রে মোহনবাগান অনেক তৈরি দল বলে মনে করছি। হয়তো দুটো ম্যাচে ওরা ভালো পারফরম্যান্স করতে পারেনি কিন্তু ডার্বিতে ভালো খেলবে বলেই মনে করছি। অন্যদিকে ইস্টবেঙ্গল একেবারেই নতুন দল। কিছু নতুন ফুটবলার নিয়ে ওরা অনুশীলন শুরু করেছে।

   

১০-১২ দিন প্র্যাকটিস করেছে। ওদের খেলা আমি দেখেছি। দল এখনও পুরো তৈরি হয়। তাই আমার মনে হয় এই ডার্বি জিততে পারবে না ইস্টবেঙ্গল। মোহনবাগান এগিয়ে থেকে ডার্বি শুরু করছে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘ তবে যেই জিতুক না কেন আমার মতে সমর্থকদের জন্য দারুণ খবর। কোভিড এবং অন্যান্য কারণে প্রায় দুই থেকে তিন বছর কলকাতা ময়দানে ফুটবল হয়নি। সেক্ষেত্রে বিশাল খবর যে ডুরান্ডে ডার্বি হচ্ছে। সমর্থকরা খুবই খুশি। সমর্থকদের জন্য খুবই ভালো খবর এটা। কলকাতা ময়দানে আবার ফুটবল ফিরছে এটাই বড় খবর।’