Sports News : বাগানের প্রাক্তন ফুটবলার খেলতে যাচ্ছেন চীনে

Sports News : ভারত ছেড়ে চীনের ক্লাবে স্প্যানিশ ফুটবলার। আগামী মরশুমের চিনা ক্লাব Sichuan Jiuniu F.C. তে খেলতে দেখা যেতে পারে তাঁকে। বৃহষ্পতিবার মিলেছে এমনই খবর।

Advertisements

অল্প সময়ে ভারতীয় ফুটবল সার্কিটে দাগ কেটেছিলেন এদু গার্সিয়া। এটিকে এবং এটিকে মোহন বাগানে খেলেছিলেন সুনামের সঙ্গে। পরে যোগ দিয়েছিলেন হায়দরাবাদ এফসিতে। তাঁর চীনের ক্লাবে সই করা খবর দলবদলের বাজারে স্বভাবতই আলোচনার বিষয়।

   

আরও পড়ুন: Sports News : মোহনবাগানে খেলা ভারতীয় ফুটবলার সই করলেন পোল্যান্ডের ক্লাবে

Advertisements

উইং এবং মাঝমাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারদর্শী এদু গার্সিয়া। ২০১৭-১৮ মরশুমে ছিলেন বেঙ্গালুরুর এফসি ক্লাবে। চোদ্দো ম্যাচ খেলে করেছিলেন দু’টি গোল। এটিকেতে সই করেছিলেন ২০১৯-২০ মরশুমে। পরের বছর এটিকে মোহন বাগানে। এই দুই দলের জার্সিতে প্রায় চল্লিশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। বেশ কিছু গোলও করেছেন।

ভারতের পাশাপাশি চিনা ক্লাবে আগেও খেলেছেন গার্সিয়া। সে দেশের গ্রিনউড ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৮ সালে। ভালো পারফর্ম ছিল তাঁর। ওখানে খেলার পর কলকাতায় এসেছিলেন।