হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচের নীল-নকশা ফাঁস করল শুভাশিস

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে ATK মোহনবাগান। ১১ মিনিটে হুগো বাউমাসের করা গোলে ১-০’তে জিতেছে মেরিনার্সরা। খেলার প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণের ঝাঁঝে…

Subhasish Bose

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে ATK মোহনবাগান। ১১ মিনিটে হুগো বাউমাসের করা গোলে ১-০’তে জিতেছে মেরিনার্সরা।

খেলার প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণের ঝাঁঝে ম্যাচ তেতে ওঠে। দ্বিতীয়ার্ধে অবশ্য উল্টো ছবি ধরা পরে।হায়দরাবাদের ওগবেচে, নিখিল পুজারিরা বল পায়ে সবুজ মেরুন ডি বক্সে হানা দেয়।ওইসময় বেশ গুটিয়ে ছিল মেরিনার্সরা। টিমের ডিফেন্স সামলানোর ওপর বেশি নজর দিতে দেখা যায় সবুজ মেরুন খেলোয়াড়দের।

খেলা শেষে এই বিষয়ে ফুটবলার শুভাশিস বোসের (Subhasish Bose) কাছে জানতে চাওয়া হলে দলের স্ট্র‍্যাটেজি ফাঁস করে দিয়ে বলেন,”ম্যাচে আমাদের সব ফুটবলারের মানসিকতাই খুব ইতিবাচক ছিল। তাই এটা ঠিক করেই মাঠে নেমেছিলাম যে, এক গোল করলেও আজ ‘ক্লিন শিট’ রাখবই। লিস্টন থেকে শুরু করে গোলকিপার বিশাল, প্রত্যেকে নিজেদের একশো শতাংশ দিয়েছে আজ। এক গোল করার পরে ‘ক্লিন শিট’ রেখে ম্যাচটা যে জিততে পেরেছি, তা আমাদের দলের পক্ষে খুবই ভাল।” এই প্রসঙ্গে শুভাশিসের আরও যুক্তি হল,” পাঁচ গোল দিয়ে দু’গোল খাওয়ার চেয়ে এক গোল করে কোনও গোল না খেয়ে জেতাটা আমাদের রক্ষণের পক্ষে ভাল।”

তবে বিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যাওয়া, এরপর ঘর সামলানোর তাগিদে গুটিয়ে যাওয়া কারণ, গেম ক্লিনশিট রাখতে হবে ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর এই স্ট্র‍্যাটেজি নিয়ে ভক্তরা প্রশ্ন তুলছে।লিড বাড়ানোর মত ম্যাচ সিচুয়েশন থাকার পরেও মেরিনার্সদের রক্ষণাত্মক ফুটবল বোধ নিয়ে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে কাটাছেড়া অব্যাহত। ভক্তদের মধ্যে এই রক্ষণাত্মক ফুটবল খেলার মানসিকতায় ধোপে টিকছে না,প্রিয় দল ঘরের মাঠে জয় পাওয়া সত্ত্বেও।