East Bengal: ইস্টবেঙ্গল নিয়ে নয়া সিদ্ধান্ত নিলেন সুজাতা কর, কী করবেন তিনি ?

চলতি ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে লাল-হলুদের (East Bengal) মহিলা ব্রিগেড। দলের কোচ সুজাতা করের হাত ধরে প্রথমেই অপরাজিত ভাবে কন্যাশ্রী কাপ জেতে দল।

Sujata Kar, Coach of Emami East Bengal Club

চলতি ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে লাল-হলুদের (East Bengal) মহিলা ব্রিগেড। দলের কোচ সুজাতা করের হাত ধরে প্রথমেই অপরাজিত ভাবে কন্যাশ্রী কাপ জেতে দল। তারপরেই আসে সেই সুবর্ণ সুযোগ।  দেখা দেয় বাংলার প্রথম দল হিসেবে জাতীয় লিগ খেলার হাতছানি।

তবে তার আগেই বেশকিছু কারন দেখিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা শোনা যায় মহিলা দলের এই কোচের থেকে। যা শুনে রীতিমতো চমকে গিয়েছিল সকলে। তবে শেষ পর্যন্ত ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে উঠে আসে সমাধান সূত্র। যারফলে, নিজের পদত্যাগ পত্র ফিরিয়ে নিয়ে জাতীয় লিগ খেলতে দলের সাথে উড়ে যান তিনি। তবে সমস্যা যেন কিছু ছাড়তে চাইছে দলের থেকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গত ১৩ মে অর্থাৎ নিজের জন্মদিনেই ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিশেষ মেইল জমা করেন সুজাতা। যা এক কথায় অবাক করার মতো বিষয়। 

বলাবাহুল্য, চলতি লিগের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফিরেছে গোটা দল। কাহানি থেকে শুরু করে মাতা রুক্মিনী ও মুম্বাই নাইটসের মতো দলগুলিকে অতি সহজেই পরাজিত করতে সক্ষম হয়েছে লাল-হলুদ ব্রিগেড। ওডিশার কাছে একটা ম্যাচ হারতে হলেও শেষ ম্যাচে হোপস এফসি কে ১-০ গোলে পরাজিত করে ইমামি ইস্টবেঙ্গল।

সেই অনুযায়ী আগামী ১৬ ই মে জাতীয় মহিলা লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে রিম্পা-সুলঞ্জনারা। কিন্তু এমন অসময়ে কোচের পদত্যাগ করায় যথেষ্ট সমস্যা দেখা দিয়েছিল দলের অন্দরে। তাই শেষ পর্যন্ত নয়া সিদ্ধান্ত নিলেন ময়দানের এই তারকা কোচ। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের ফুটবলারদের প্রতি দায়বদ্ধতার খাতিরে তাদের কথা বিবেচনা করে ইন্ডিয়ান ওমেনস লিগের বাকি ম্যাচ গুলির জন্য লাল-হলুদে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সুজাতা।