Pakistan: বিশ্বকাপে যাবে না পাক দল হুঁশিয়ারি, বিপুল লোকসানের আশঙ্কায় আইসিসি

পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারির এক হুঁশিয়ারিতে বিপুল লোকসানের আশঙ্কা করছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা-আইসিসি। পাক ক্রীড়ামন্ত্রীর হুঁশিয়ারি যদি ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে…

পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারির এক হুঁশিয়ারিতে বিপুল লোকসানের আশঙ্কা করছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা-আইসিসি। পাক ক্রীড়ামন্ত্রীর হুঁশিয়ারি যদি ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে আগামী বিশ্বকাপে যাবে না।

পাক ক্রীড়ামন্ত্রীর এমন হুঁশিয়ারিতে বিশ্ব ক্রিকেট মহলে তীব্র আলোড়ন। কারণ, ক্রিকেটের দুনিয়ায় পাক ভারত খেলা মানেই দু দেশের দর্শকদের উপস্থিতি থাকে সর্বাধিক। যা আর কোনও ম্যাচে তেমন হয়না। যদি পাকিস্তানের দল বিশ্বকাপ বর্জন করে তাহলে বিপুল আর্থিক ধাক্কার মুখে পড়বে আইসিসি।

   

পাক ক্রীড়ামন্ত্রী জানান জাতীয় দল ভারতে খেলতে না যাওয়ার যে সতর্কতা দিয়েছেন তা ব্যক্তিগত। এ বিষয়ে চূডান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেছেন, পাকিস্তানে খেলতে আসলে ভারতীয় দলকে বিশেষ সুরক্ষা দেবে পাক সরকার। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে যে সুরক্ষা দেওয়া হয়েছিল তার থেকেও বেশি সুরক্ষা দেওয়া হবে। তিনি বলেন, ভারতকে পাকিস্তানের মানুষ তাদের দেশে খেলতে দেখতে চায়। প্রচুর পাকিস্তানি ভারতীয় ক্রিকেট দলের ফ্যান।