ফুটবল পক্ষের দশমী, উত্তেজনার মধ্যেই বিষাদের সুর ফুটবল ফ্যানেদের

আজ ফুটবল পক্ষের দশমী। বিজয়া দশমীতে পৌঁছে গিয়েছে কাপ যুদ্ধ। ডিসেম্বরের শেষে লিগার পরবর্তী খেলা, ফেব্রুয়ারির ইউরোপা প্লে-অফ কিন্তু বিশ্বকাপ (world cup) আদরের এক সন্তান।…

Football world cup

আজ ফুটবল পক্ষের দশমী। বিজয়া দশমীতে পৌঁছে গিয়েছে কাপ যুদ্ধ। ডিসেম্বরের শেষে লিগার পরবর্তী খেলা, ফেব্রুয়ারির ইউরোপা প্লে-অফ কিন্তু বিশ্বকাপ (world cup) আদরের এক সন্তান।

ফুটবল খেলা চিরকালীন। বরং অন্য অনেক বিষয় আপাতত চার বছরের জন্য বিরতি নেবে। বিরতি নেবে রাত জেগে ৮০ উর্ধ্ব দাদু-দিদার স্কোর জানতে ফোন করা, বিরতি নেবে বাসে-ট্রামে প্যাসেঞ্জারদের ঘুমন্ত চোখ, বিরতি নেবে কিছু নিষ্পাপ কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে চলা আমার সম/অসমবয়সী বন্ধুদের সাথে কথোপকথন, বিরতি নেবে কিছু না জানলেও ভোর তিনটের সময় পেনাল্টি শ্যুটআউটে আটকে থাকা মায়ের ঘুমন্ত চোখ।

আবার বছর চারেক পর অপেক্ষায় থাকতে হবে কোনো One Love Armband এর পক্ষে ফিফার বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদের, কোনো মৌলবাদ প্রথার বিষদাঁত ভেঙে দেওয়ার, ময়দান জুড়ে কোনো মা-ছেলের প্রাণচঞ্চল নৃত্যের, অথবা কোন মার্কিনের ইরানকে বুকে টেনে নেওয়ার।
এসব ফুরোবে আজকে। জিতবে কে? হারবে কে? সেই চিন্তা আলাদা জায়গায় থাকুক। কিন্তু এই দশমীগুলো সত্যিই বড় মনখারাপের।