ATK Mohun Bagan: আজ সবুজ-মেরুনের মুখোমুখি ওয়েস্টহ্যাম, কোথায় দেখা যাবে ম্যাচ?

নির্ধারিত সূচি অনুসারে আজ বিকেল থেকে মুম্বাইয়ে শুরু হতে চলেছে নেক্সটজেন কাপ। যেখানে বেঙ্গালুরু ও দিল্লীর পাশাপাশি কলকাতা থেকে একমাত্র দল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Watch ATK Mohun Bagan vs West Ham Live: Streaming and TV Broadcast Info

নির্ধারিত সূচি অনুসারে আজ বিকেল থেকে মুম্বাইয়ে শুরু হতে চলেছে নেক্সটজেন কাপ। যেখানে বেঙ্গালুরু ও দিল্লীর পাশাপাশি কলকাতা থেকে একমাত্র দল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেই অনুযায়ী আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সুহেল-ফারদিনরা। বর্তমানে ম্যাচ জিতে মাঠ ছাড়াই একমাত্র লক্ষ্য সকলের।

উল্লেখ্য, এবারে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে বাগান শিবির। প্রথম ম্যাচে ময়দানের আরকে প্রধান মহামেডান স্পোর্টিং কে বড় ব্যবধানে হারিয়ে যে জয় যাত্রা শুরু করেছিল, পরবর্তীতে তাদের পৌঁছে দিয়েছিল প্রোগ্ৰশনাল রাউন্ডে। তারপর ইস্টজোন থেকে রানার্স হয়ে সোজা জাতীয় পর্বে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলে ও বেঙ্গালুরু এফসির কাছে আটকে যেতে হয়েছে তাদের। তবে সেই টুর্নামেন্টের সেমিতে ওঠার দরুন নেক্সটজেন কাপ খেলার যোগ্যতা অর্জন করে দল। সেইমতো আজ কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামছে সবুজ-মেরুন ব্রিগেড।

বলাবাহুল্য, এবারের ডেভলপমেন্ট লিগে শুরু থেকেই যথেষ্ট প্রভাব ফেলে এসেছে মোহনবাগান। দলের রক্ষনভাগ থেকে শুরু করে মাঝমাঠ কিংবা আক্রমণভাগ সবেতেই প্রতিপক্ষ কে ছাপিয়ে গিয়েছে একাধিকবার। তাছাড়া দলের তারকা ফুটবলার টাইসন থেকে শুরু করে এঙ্গসন, সুহেল থেকে কিয়ান, রবি রানা থেকে রিকি সাবং সকলেই ছন্দে রয়েছেন এই মরশুমে। তাই বড়দের পাশাপাশি দলের ছোটরা ও যে খুব একটা পিছিয়ে নেই তা কিন্তু বলাই চলে। তবে এবার লড়াই অনেক বড়। দেশের গন্ডি ছাড়িয়ে এবার বিদেশি লিগ খেলা দলগুলোর মুখোমুখি হতে হবে কলকাতার এই প্রধান কে। যাদের মধ্যে ওয়েস্টহ্যাম অন্যতম।

সূচি অনুসারে, আজ বিকেল ৪টে থেকে শুরু হবে ম্যাচ। এক্ষেত্রে মোট তিনটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে গোটা ম্যাচ। যাদের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ, প্রিমিয়ার লিগ ও রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস।