Mohammed Shami: হার্দিককেই কাঠগড়ায় তুলছেন শামি

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৬ রানের জন্য ম্যাচ হাতছাড়া করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই পরাজয়ের জন্য হার্দিক পান্ডিয়ার একাধিক ভুল রয়েছে বলে ক্রিকেট প্রেমীদের কেউ কেউ মনে…

Mohammed Shami, Hardik Pandya

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৬ রানের জন্য ম্যাচ হাতছাড়া করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই পরাজয়ের জন্য হার্দিক পান্ডিয়ার একাধিক ভুল রয়েছে বলে ক্রিকেট প্রেমীদের কেউ কেউ মনে করছেন। মহম্মদ শামিও (Mohammed Shami) মনে করছেন হার্দিকের একাধিক ভুল সিদ্ধান্ত দলের পরাজয়ের অন্যতম কারণ।

২৪ মার্চ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ১৬৮ রান করেছিল গুজরাট। মুম্বাইয়ের জয়ের জন্য দরকার ছিল ১৬৯ রান। ম্যাচের শেষ ওভারের প্রথম বলে ১০ রান তুলেছিলেন হার্দিক। তারপর বড় শট মারতে গিয়ে হারান নিজের উইকেট, সেই সঙ্গে হাতছাড়া করেন ম্যাচ। জয়ের জন্য দরকার ছিল ৪ বলে ৯ রান, তখন ওই শট খেলার আদৌ প্রয়োজন ছিল? এই প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে প্রশ্ন রয়েছে হার্দিক কেন সাত নম্বরে ব্যাট করতে নামলেন?

এক সাক্ষাৎকারে মহম্মদ শামি বলেছেন, ‘এই লেফট-রাইট কম্বিনেশন নিয়ে এখন খুব আলোচনা হয়। কিন্তু আমি বোলার হিসেবে ব্যাপারটা এখনও বুঝতে পারি না… গুজরাটের র হয়ে তিন নম্বরে ব্যাট করেছেন হার্দিক। কখনও চার নম্বরেও ব্যাট করতে নেমেছেন। আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচেও একই কাজ করা উচিত ছিল তাঁর। সাত নম্বরে ব্যাট করতে নেমে টেলএন্ডার ভূমিকায় নিজেকে নিয়ে এলেন এবং চাপে পড়লেন।’

এরপর শামি বলেছেন, ‘হার্দিক ব্যাটিং অর্ডারে আরও একটু আগে নামতে পারতেন তাহলে ম্যাচটা জিততে পারত মুম্বাই ইন্ডিয়ান্স।’