ফের আটকে গেল ওডিশা এফসি (Odisha FC)। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় কলিঙ্গের বুকে আইএসএলের (ISL 2024) চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল সার্জিও লোবেরার ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্স। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলে শেষ হয় এই ম্যাচ। ওডিশার হয়ে প্রথমেই আত্মঘাতী গোল করে বসেন আলেকজান্ডার কোয়েফ। দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিও। অপরদিকে কেরালার হয়ে গোল করেন যথাক্রমে নোয়া সাদাউ এবং জেসুস জেমিনেজ।
একটা সময় পিছিয়ে পড়লেও প্রথমার্ধের শেষের দিকে দিয়াগো মাউরিসিও’র গোলে সমতায় ফেরে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও হতাশা থাকবে ওডিশা দলের ফুটবলারদের মধ্যে। এই ম্যাচের পর মোট ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে থাকল হুগো বুমোসরা। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চমে আসলো দক্ষিণের এই ফুটবল দল। এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব নিয়ে ম্যাচ শুরু করেছিল আহমেদ জাহুরা।
A spirited performance from the #KalingaWarriors to level the scores after going two goals down early on. We will be back stronger 💪💜#OdishaFC #OFCKBFC pic.twitter.com/Y6UhNhODCX
— Odisha FC (@OdishaFC) October 3, 2024
তবে সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে আসতে ভোলেনি মিকেল স্ট্যাহরের ছেলেরা। তারপর ১৮ মিনিটের মাথায় গোল তুলে নেন মরোক্কান তারকা নোয়া সাদাউ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের গোল করে যান জেসুস জেমিনেজ। যারফলে অনেকটাই চাপে পড়ে যায় ওডিশা ফুটবল ক্লাব। তবে সুযোগ বুঝে চাপ বাড়তে শুরু করে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। সেই চাপ সামাল দিতে গিয়েই কার্যত দিশেহারা পরিস্থিতি দেখা দেয় কেরালার।
তারপর ২৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন কোয়েফ। তারপর ৩৬ মিনিটের মাথায় দিয়াগোর গোল। সমতায় ফেরে ওডিশা ঋণ প্রথমার্ধের শেষে ফলাফল গিয়ে দাঁড়ায় ২-২ গোল। উভয় দল একাধিকবার সুযোগ পেলেও তা ফিনিশ করতে পারেনি।