East Bengal FC: দলের এই তারকা ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল

বিগত দুই ফুটবল মরশুমের মতো শেষ মরশুমে ও খুব একটা ছন্দে থাকেনি লাল-হলুদ ব্রিগেড (East Bengal FC)। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের নেতৃত্বে একের পর এক…

Jerry Lalrinzuala

বিগত দুই ফুটবল মরশুমের মতো শেষ মরশুমে ও খুব একটা ছন্দে থাকেনি লাল-হলুদ ব্রিগেড (East Bengal FC)। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের নেতৃত্বে একের পর এক ম্যাচে যখন ধরাশায়ী হচ্ছে গোটা দল, সেই সময় ধারাবাহিকতা বজায় রেখে নিজের সেরাটা দিয়ে গিয়েছেন জেরি লালরিনজুয়ালা। তবে আর নয়।

শোনা যাচ্ছে, আগামী মরশুমের কথা মাথায় রেখে এবার এই তারকা ফুটবলার কে ছাঁটাই করতে চলেছে কলকাতার এই প্রধান। মূলত একটি মরশুমের জন্যই দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন চেন্নাইন দলের এই ফুটবলার। যা শেষ হয়ে গিয়েছে গত মে মাসের ৩১ তারিখ। আগামী মরশুমের জন্য তার সাথে চুক্তি আর নবীকরণ করছে না ক্লাব।

আসলে গত মরশুমে দলবদলের বাজার থেকে রিকি লালাউমাউমাকে দলে টানতে চেয়েছিল মশাল ব্রিগেড। তবে শেষ পর্যন্ত নিজের পুরোনো ক্লাব জামশেদপুর এফসির সঙ্গে নিজের চুক্তি বাড়ান এই তারকা ফুটবলার। অন্যদিকে ম্যানেজমেন্টের নজরে থাকা হীরা মন্ডল ও যোগদান করেন বেঙ্গালুরু এফসিতে। যারফলে, এই জেরিকে সই করায় কন্সট্যান্টাইন ব্রিগেড। তবে খুব একটা হতাশ করেননি এই তারকা। গত মরশুমে অন্যান্য ফুটবলারদের পারফরম্যান্স খারাপ হলেও যথেষ্ট প্রশংসনীয় থেকেছে এই মিজো ডিফেন্ডারের পারফরম্যান্স।

চেন্নাইন দলের হয়ে আইএসএল জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় হওয়ার তকমা ও রয়েছে জেরির। এছাড়াও একটা মরশুম খেলেছেন পুনে সিটিতে। পূর্বে আইলিগ খেলার সময় ও ইমার্জিং প্লেয়ারের তকমা উঠে আসে তার হাতে। তবে সব মিলিয়ে মোট ছয়টি মরশুম কাটিয়েছেন চেন্নাইন এফসিতে। খেলেছেন ১০০ টির ও বেশি ম্যাচ। তবে শেষ মরশুমে ও খুব একটা ধার কমেনি এই তারকা ফুটবলারের। লাল-হলুদ জার্সিতে খেলে গিয়েছেন মোট ২১টি ম্যাচ। তবে একটা সময় জেরির সাথে চুক্তি বাড়ানোর কথা থাকলেও কুয়াদ্রাত জামানায় তাকে রাখতে চাইছে না ইস্টবেঙ্গল।