পার্থকে বহিস্কার করলেও অভিযুক্ত ‘গরু পাচারকারী’ কেষ্টার পাশে থাকার বার্তা টিম-টিএমসির

 বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে তিহাড় জেলে (Tihar Jail) দেখা করলেন তৃণমূলের দুই প্রতিনিধি। রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen) এবং…

 বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে তিহাড় জেলে (Tihar Jail) দেখা করলেন তৃণমূলের দুই প্রতিনিধি। রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen) এবং বীরভূমের সাংসদ অসিত মাল (Asit Mal) এদিন দেখা করলেন কেষ্টর সঙ্গে। পাশে থাকার বার্তা দেন অনুবর্তকে।

তৃণমূলের দুই প্রতিনিধি (TMC representatives) অনুব্রতর সঙ্গে দেখা করে তিহাড় থেকে বেড়িয়ে জানান যে দীর্ঘক্ষণ অনুব্রতের সঙ্গে কথা হয়েছে। তাঁরা অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন। এই সাক্ষাৎ রাজনৈতিক ভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ভালো নেই আমি এমনই বলছেন (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। বারবার জামিন আবেদন খারিজ হচ্ছে। কোটি কোটি টাকার বেআইনি লেনদেনে তিহার জেলে বন্দি বীরভূম জেলা (tmc) টিএমসি সভাপতি। বন্দি অনুব্রতর কন্যা। তাদের সাথে দেখা করতে (tihar jail) তিহার জেলে যান টিএমসি প্রতিনিধিরা। মমতার প্রিয় কেষ্টর সাথে জেলেই হল বিশেষ আলোচনা। এমনই জানা যাচ্ছে।

তিহার জেলে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাংসদ দোলা সেন ও অসিত মাল। আগে সাক্ষাতের অনুমতি মেলেনি। তবে শুক্রবার অনুমতি মিলেছে।

জানা যায়, মমতার প্রিয় অনুব্রতর পাশে থাকার বার্তা দিতে তিহারে তৃণমূলের প্রতিনিধি দল যাবে। আলোচনা হবে পঞ্চায়েত ভোটে বীরভূমের পরিস্থিতি নিয়ে। অনুব্রত জেলে যেতেই বীরভূমে শুরু হয়েছে তৃণমূল ভাঙন।