HomeEntertainmentShibpur: প্রকাশ্যে পরম-স্বস্তিকা অভিনীত ‘শিবপুর’ টিজার

Shibpur: প্রকাশ্যে পরম-স্বস্তিকা অভিনীত ‘শিবপুর’ টিজার

- Advertisement -

প্রকাশিত হল স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টপাধ্যায়ের ছবি ‘শিবপুর।’ (Shibpur) কিছুদিন আগেই বিতর্কে জড়াই ‘শিবপুর’ –এর পরিচালক। স্বস্তিকা মুখোপাধ্যায়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন প্রযোজক। এবর সমস্ত বিতর্ক পেছনে ফেলে মুক্তি পেল শিবপুরের টিজার।

টিজার দেখে বোঝা গিয়েছে ‘শিবপুর’ সিনেমায় থাকতে চলেছে খুন, রাজনৈতিক ষড়যন্ত্র, মাফিয়ারাজ, রহস্য এবং রোমাঞ্চ। পরমব্রত চট্টপাধ্যায় (Parambrata Chatterjee) এবং স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অনবদ্য অভিনয়ের ঝলক মিলল ছবির টিজারে।

Advertisements

ছবির ট্রেলারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে নন-গ্ল্যামারাস লুকে। অন্যদিকে পরমব্রতকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। শিবপুরের প্লটে থাকছে নেতা-মন্ত্রী এবং রাজনীতির অন্ধকার দিক। বহুদিন পর ফের জুটি বাঁধছেন স্বস্তিকা এবং পরমব্রত।

আটের দশকের কলকাতায়, মূলত হাওড়া-শিবপুরে একের পর এক রাজনৈতিক খুন। সেই সময় পরিস্তিতি শান্ত করতে এগিয়ে আসেন তৎকালীন মুখমন্ত্রী জ্যোতি বসু। তাঁর সঙ্গে ছিলেন এক আইপিএস অফিসার সুলতান সিং। এটাই ‘শিবপুর’ ছবির প্রেক্ষাপট এবং সুলতান সিং-এর চরিত্রে পরমব্রত। আইপিএস অফিসারের সুঙ্গী ছিলেন এক মহিলা, যাঁর ভূমিকায় স্বস্তিকা। ‘শিবপুর’ ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য।

বিতর্কিত প্রযোজকের নাম দেখা যায়নি টিজারে। পরম-স্বস্তিকা ছাড়াও অভিনয় করেছেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুজননীল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, রাজদীপ সরকার, সৌমেন ঘোষ এবং অন্যান্যরা।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ