IFA সক্রিয়তায় স্পেনে যাচ্ছে একঝাঁক বাঙালি ফুটবলার, কারা থাকছেন এই তালিকায়?

IFA Activity: কলকাতা ময়দানের সঙ্গে স্প্যানিশ ফুটবলের মেলবন্ধন আজকের নয়। বছরের পর বছর ধরে কলকাতার দুই প্রধানের একাধিক ফুটবলার থেকে শুরু করে কোচ প্রায় সকলকেই দেখা দিয়েছে ভারতীয় ফুটবলের অংশ হতে।

Bengali Footballers Heading to Spain for IFA Activity: Here's the List of Participants

IFA Activity: কলকাতা ময়দানের সঙ্গে স্প্যানিশ ফুটবলের মেলবন্ধন আজকের নয়। বছরের পর বছর ধরে কলকাতার দুই প্রধানের একাধিক ফুটবলার থেকে শুরু করে কোচ প্রায় সকলকেই দেখা দিয়েছে ভারতীয় ফুটবলের অংশ হতে। এবার ও ঠিক তেমনই এক ঘটনার সাক্ষী থাকল সকলে। এবার বাংলা থেকে স্পেনে উড়ে যাচ্ছেন একঝাঁক বাঙালি ফুটবলার। যা এককথায় বিরাট গৌরবের বিষয়। এক্ষেত্রে বাছাই করে বিভিন্ন জেলা থেকে বেছে নেওয়া হয়েছে খেলোয়াড়দের।

আসলে বেশকিছু সময় ধরেই বাংলার বিভিন্ন জেলা গুলি থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে আনার লক্ষ্যে আইএফএ র হাত ধরে কাজ করা শুরু করেছিল বাংলা নাটক ডটকম। পাশাপাশি নিজেদের উদ্যোগে একটি অ্যাকাডেমি ও তৈরি করা হয় তাদের। যার নাম দেওয়া হয়, ইউ এক্সেল স্পোর্টস ভেঞ্চার্স। যার সাথে সরাসরি যুক্ত রয়েছেন কোয়েস কর্তা সঞ্জিত সেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এছাড়াও মেন্টর হিসেবে যুক্ত রয়েছেন ময়দানের জনপ্রিয় কোচ শঙ্করলাল চক্রবর্তী। যিনি সদ্য এএফসির লাইসেন্স পাশ করেছেন। আসলে বিগত কয়েক বছর ধরেই নতুন প্রতিভাদের তুলে আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে এই ফুটবল অ্যাকাডেমি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা তথা আইএফএ’র কর্তারা। সেই যৌথ প্রয়াসের মাধ্যমে এবার ট্রায়ালের মাধ্যমে তুলে আনা হয়েছে একাধিক খেলোয়াড়দের।

যাদের প্রত্যেকেই চলতি বছরের সেপ্টেম্বরে স্পেনে গিয়ে মট্রিল ফুটবল ক্লাবের অ্যাকাডেমিতে এসে ট্রেনিং করার সুযোগ পাবে। এই তালিকায় মোট চারজন ফুটবলারকে রাখা হয়েছে। যাদের মধ্যে নদীয়া থেকে যাচ্ছেন ৩ জন। পুরুলিয়া থেকে ১ জন ও উত্তর ২৪ পরগনা থেকে আরো ১ জন ফুটবলার। এক্ষেত্রে খেলোয়াড় বাছাই করার কাজে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ময়দানের পরিচিত কোচ শঙ্করলাল চক্রবর্তী ও স্পেনের মট্রিল অ্যাকাডেমির প্রশিক্ষক মট্রিল টোরেস। দিন কয়েক আগেই সাংবাদিক বৈঠক করে জানানো হয় গোটা বিষয়টি।

এক্ষেত্রে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত থেকে শুরু করে নাটক ডটকমের কর্নধার অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিরা। সকলের উপস্থিতিতেই প্রকাশ করা হয় খেলোয়াড়দের নাম। সেইমতো নদীয়া থেকে যাচ্ছেন যথাক্রমে ডিফেন্ডার প্রেমাংশু ঠাকুর, গোলরক্ষক দেবজিত রাউত, মিডফিল্ডার বিশাল সূত্রধর। পাশাপাশি পুরুলিয়া থেকে যাচ্ছেন স্ট্রাইকার মহেশ্বর সিং সর্দার ও উত্তর ২৪ পরগণার উইঙ্গার অনিকেত মন্ডল।