Happiest State: ঘুরে আসুন ভারতের সবচেয়ে সুখী রাজ্যে, জানেন তো কোনটি?

ভারতের সবচেয়ে সুখী রাজ্য (Happiest State ) কোনটি এ বিষয়ে জানে না অনেকেই। ঘরের কাছেই অবস্থিত এই রাজ্যটি সম্পর্কে খুব কম মানুষেরই ধারণা আছে।

Discover the Happiest State in India: Experience Bliss in mizoram and sikkim

ভারতের সবচেয়ে সুখী রাজ্য (Happiest State ) কোনটি এ বিষয়ে জানে না অনেকেই। ঘরের কাছেই অবস্থিত এই রাজ্যটি সম্পর্কে খুব কম মানুষেরই ধারণা আছে। অথচ এই রাজ্যটির নাম আমরা ছোটবেলা থেকেই বইতে পড়ে এসেছি। চলুন জেনে নেওয়া যাক ভারতের কোন রাজ্যকে সবচেয়ে সুখী বলা হয়।

রাজ্যটির নাম আপনারা আগে বহুবার শুনেছেন। ভারতের সবচেয়ে সুখী রাজ্যগুলির তালিকায় প্রথম স্থানে রয়েছে মিজোরাম। যাকে ভারতের সবচেয়ে সুখী রাজ্য বলা হয়। এই রাজ্য নীল আকাশের দেশ নামেও পরিচিত ।

ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সৌন্দর্য যে অসামান্য তা আর বলার অপেক্ষা রাখে না। প্রকৃতি যেন তার নিজের সবটা উজার করে দিয়েছে এখানে। সিকিম, মেঘালয়, মণিপুর , ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড। সিকিম এবং অসমে প্রায় অনেকেই বেড়াতে যান। এই দুটি রাজ্য যেন ঘরের কাছে ! কিন্তু তার পরে আর কেউ এগোতে চান না। অনেক সময় অসমের সঙ্গেই হয়ে যায় মেঘালয় সফর। কিন্তু মিজোরামে খুব কম সংখ্যক পর্যটকরা যান। অথচ এই রাজ্যটিকে ভারতের সবচেয়ে সুখী রাজ্য বলা হয়। আর সেখানেই কিনা বেশিরভাগ পর্যটক যান না। ভাবা যায়!

সিকিমে যেমন চাইলেই বেড়াতে যাওয়া যায় না। পারমিট লাগে। ঠিক তেমনি মিজোরাম যেতে গেলেও পারমিশনের প্রয়োজন হয়।
•কিভাবে পারমিট পাওয়া যাবে?
মিজোরাম যাওয়ার পারমিট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে আপনাকে। কলকাতার মিজোরাম হাউস থেকেই মিলবে পারমিট। সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণেই এই পারমিট নির্দেশিকা। তবে তা পেতে পর্যটকদের কোনও অসুবিধা হয় না। অনায়াসেই সেটা পেয়ে যান তাঁরা।
মিজোরামের আকাশ বেশিরভাগ সময় নীল থাকায় একে নীল পাহাড়ের দেশও বলে। এই রাজ্যের রাজধানী আইজল। এই শহর দেখতে ছবির মতো চকচকে ,উজ্জ্বল এবং সুন্দর। শহরে পাহাড়ের খাঁজে খাঁজে রয়েছে ছোট ছোট বাড়ি। এই সুন্দর শহর রাতে জোনাকির আলোর মতো জ্বলজ্বল করে।

•কী কী দেখার রয়েছে এই শহরে?
ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য এই শহরে জন্য দেখার মতো রয়েছে, স্টেট মিউজিয়াম, কোহরান, থিয়াঙ্গালিম, বড় চার্জ, হোলি চার্চ, এছাড়াও রয়েছে সোলেমন চার্চ।

এই মিজোরাম রাজ্যের থানজোল দিয়ে চলে গিয়েছে কর্কটক্রান্তি রেখা। যাতে পর্যটকদের বুঝতে সমস্যা না হয় সেজন্য রাস্তায় লাগানো আছে বোর্ড। ছবি তোলার জন্য রয়েছে সেলফি পয়েন্টও। থানজোরকে মূলত মিজো বস্ত্রশীল্পীদের গ্রাম বলা হয়। এখানকার মানুষ তাঁত বুনে নিজেদের জীবিকা নির্বাহ করে। এখানকার আরো একটি আকর্ষণ হল ৭৫০ ফুট উঁচু জলধারা। ভ্যানতাওং মিজোরামের সবচেয়ে বড় ঝরনা। এছাড়াও রয়েছে পুক গুহা, ডিয়ার পার্কের মতো একাধিক সুন্দর স্থান। ট্রেকিং এরও সু বন্দোবস্ত রয়েছে এখানে। গরমের ছুটিতে সপরিবারে ঘুরে আসতে পারেন মিজোরাম ।