ইস্টবেঙ্গল ব়্যাডারে মিডফ্লিডার ইমানুয়েল লালছনছুয়া

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আট নম্বরে নাওরেম মহেশ সিংর ইস্টবেঙ্গল এফসি।চলতি মাসের ৯ তারিখ লিগের ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। ৮ ম্যাচ খেলে…

Emanuel Lalchhanchhuaha

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আট নম্বরে নাওরেম মহেশ সিংর ইস্টবেঙ্গল এফসি।চলতি মাসের ৯ তারিখ লিগের ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। ৮ ম্যাচ খেলে ৫ টা খেলাতেই হেরেছে লাল হলুদ ব্রিগেড,জিতেছে মাত্র তিন ম্যাচ। এমন পরিস্থিতিতে পরে টিমের ভোলবদলের আসরে নেমে কর্তাদের নজরে এখন মিডফ্লিডার ইমানুয়েল লালছনছুয়া (Emanuel Lalchhanchhuaha)।

জানুয়ারি মাসে ফিফা উইন্ডো ওপেন হচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার নতুন খেলোয়াড় খোঁজের কথা স্বীকার করে নিয়েছেন।এরই অংশ হিসেবে নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলা লালছনছুয়াকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে ক্লাব কর্তারা এমনটাই খবর পাওয়া গিয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয়ে কথাবার্তা হয়েছে দু’পক্ষের। লালছনছুয়া নিজেও ইস্টবেঙ্গল জার্সি গায়ে পারফর্ম করতে আগ্রহী। সবকিছু ঠিকঠাক হলে লাল হলুদ জার্সি গায়ে মিজোরামের ফুটবলার ইমানুয়েল লালছনছুয়ার ইস্টবেঙ্গল এফসির জার্সি গায়ে মাঠে খেলার সম্ভাবনা রয়েছে।

বছর ২০’র ইমানুয়েল লালছনছুয়া বেঙ্গালুরু এফসির যুব দলে নিয়মিত ছিলেন। ২০১৯-২০ মরসুমে, লাল ওই দলের সদস্য ছিলেন যেখানে ২০১৯-২০ এলিট লীগের চূড়ান্ত রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছিল। আইএসএল ২০২০-২১ এর আগে ইমানুয়েল প্রথম দলে উঠে এসেছিল। লাল ২০২১-২২ আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি-তে যোগ দেয়। টিমের হয়ে ৬ ম্যাচে ১০৯ পাস খেলিয়েছে ইমানুয়েল। প্রতি গেমে পাসিং গড় ১৮.১৭।

সূত্রে খবর রয়েছে,২-৩ জন ভারতীয় মিডিও লোনের মাধ্যমে জানুয়ারির ফিফা উইন্ডো দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে ঢূকতে পারে।এখন দেখার ইমানুয়েল লালছনছুয়ার ভাগ্যে ইস্টবেঙ্গল এফসির লাল হলুদ জার্সি শিকেয় ছেড়ে কিনা।