চলতি বিশ্বকাপে (World Cup 2023) প্রথম জয় পেল অস্ট্রেলিয়া। পরপর দুই ম্যাচে পরাজিত হওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি। সপ্তাহের প্রথম দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ২০২৩-এ অন্যতম শক্তিশালী স্কোয়াড নিয়ে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের পারফরম্যান্স আশাপ্রদ হচ্ছিল না। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ হাতছাড়া করার পর বিশ্বকাপ খেলতে নেমেছিল তারা। ভারতের বিরুদ্ধে হারের রেশ রয়েছে গিয়েছিল বিশ্বকাপের শুরুতেও। ব্যাক টু ব্যাক ম্যাচে হেরে বিশ্বকাপ ২০২৩ এর ক্রম তালিকার তলানিতে চলে গিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। যে কোনো প্রকারে জয়ে ফেরার জন্য মরীয়া হয়ে উঠেছিল দল। অবশেষে কাঙ্ক্ষিত দুই পয়েন্ট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ বল বাকি থাকতে জিতেছে অস্ট্রেলিয়া। আবহাওয়ার কারণে একানা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ খানিক বিঘ্নিত হলেও ম্যাচ শেষ করতে অসুবিধা হয়নি। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৩.৯ ওভারে করেছিল মাত্র ২০৯ রান । অথচ ইনিংসের শুরুটা তারা দারুণ করেছিল। দুই ওপেনার করেছিলেন একশো রানের পার্টনারশিপ। কুশল পেরেরা (৭৮) ও নিশানকা (৬১) আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা নিয়েছেন সর্বোচ্চ চার উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।
রান তাড়া করতে নেমে কোনো অসুবিধার সম্মুখীন হয়নি অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার তাড়াতাড়ি আউট হলেও অপর ওপেনার মিচেল মার্শ করেছেন অর্ধ শতরান। জশ ইংলিশও হাফ সেঞ্চুরি করেছেন। হাতে পাঁচ উইকেট বাকি থাকতে ম্যাচের নিষ্পত্তি করে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার মধুশঙ্কা তিন উইকেট পেয়েছেন।