Ronaldinho Gaucho: মঙ্গলে সেন্ট জেভিয়ার্সে রোনাল্ডিনহো, অপেক্ষায় অনুরাগীরা

ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho) কলকাতায় পা রাখার পর থেকেই চরম উন্মাদনা দেখা দিয়েছে ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে। গতকাল, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ঢল নেমে…

Brazilian Icon Ronaldinho Gaucho

ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho) কলকাতায় পা রাখার পর থেকেই চরম উন্মাদনা দেখা দিয়েছে ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে। গতকাল, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ঢল নেমে গিয়েছিল সাধারণ মানুষের। তারপর আজ সকালে নয়া ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন থেকে শুরু করে শ্রীভূমির পুজো উদ্বোধন হোক কিংবা লাল-হলুদ ফুটবলারদের সঙ্গে অনুষ্ঠানেঅনুষ্ঠানে অংশগ্রহণ সব ক্ষেত্রেই যথেষ্ট সক্রিয় থেকেছেন এই তারকা।

নিজেদের প্রিয় তারকাকে একবার দেখার জন্য যথেষ্ট উন্মাদনা রয়েছে সকলের। তবে আজকেই সব শেষ নয়। আগামীকাল ও থাকছে একাধিক চমক। বিবিধ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বল পায়ে মাঠে দেখা যেতে পারে এই তারকাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন। কাল মাঠে নামতে পারেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তী।

   

আগামীকাল সেন্ট জেভিয়ার্সের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এই তারকা। যেখানে থাকতে চলেছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর কিছুটা বিশ্রামের পর কলকাতা পুলিশের অনুষ্ঠান। সেখান থেকে বিকেলের দিকে চলে যাবেন মহেশতলায়। যেখানে ডায়মন্ডহারবার এফসির ও দমকল মন্ত্রীর ম্যাচ ফর ইউনিটির ম্যাচে থাকবেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে বল পায়ে ও মাঠে নামতে পারেন ডিনো।

তারপর ডেস্টিনেশন রিষড়া। সেখান থেকে রাতের দিকে একটি বিশেষ ডিনারে শহরের অভিজাত ব্যক্তিবর্গের সঙ্গে অংশগ্রহণ করার পর বুধবার, অর্থাৎ পরেরদিন বিমান ধরে বাংলাদেশের রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন এই জাদুকর।