বিগত কয়েক বছর ধরেই রেফারিং ইস্যু নিয়ে বারংবার উত্তপ্ত হয়েছে ভারতীয় ফুটবল। আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা কোনো ঘরোয়া টুর্নামেন্ট। সবক্ষেত্রেই নিম্নমানের রেফারিংয়ের অভিযোগ উঠেছে একাধিকবার। সেই নিয়ে দল গুলির তরফ থেকে একাধিকবার ফেডারেশনে দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি কারুর। অবশেষে এবার সক্রিয়তা দেখালো ফিফা। রেফারিংয়ের মান উন্নত করার লক্ষ্যে এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হল এবার।
উল্লেখ্য, শেষ আইএসএল ফুটবল মরশুমে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স ম্যাচে সুনীল ছেত্রীর গোল নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। আসলে, রেফারির তরফ থেকে সেটিকে গোল হিসেবে বিবেচনা করা হলেও তা মানতে চায়নি কেরালা। যার প্রতিবাদ জানাতে মাঠ থেকে দল তুলে নেয় কেরালা কোচ ইভান ভুকোমানোভিচ।
পরবর্তীতে এফএসডিএল কর্তাদের তরফ থেকে মাঠে আসার অনুরোধ করা হলেও তাতে রাজে হয়নি সেই ফুটবল দল। পরবর্তীতে খারাপ রেফারিংয়ের অভিযোগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি। উল্টে শাস্তি পেতে হয় সেই ফুটবল দলকে। এরপর এবার। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে একের পর এক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক।
বিশেষ করে মোহনবাগান ও মুম্বাই ম্যাচ নিয়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিল দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। পরবর্তীতে কলকাতা লিগেও দেখা যায় সেই ছবি। এমনকি এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু ম্যাচে রেফারির পেনাল্টি বাতিল হোক কিংবা সুনীল ছেত্রীর পেনাল্টির সিদ্ধান্ত সবক্ষেত্রেই জঘন্য রেফারিংয়ের অভিযোগ তোলা হয় লাল-হলুদের তরফ থেকে।
সবদিক খতিয়ে দেখে এবার নড়েচড়ে বসল ফিফা। জানা গিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর হয়েছে ফিফা প্রেসিডেন্টের। এরফলে হেড রেফারি কবিতার তরফ থেকে ভারতীয় রেফারিদের মান উন্নত করার লক্ষ্যে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।