Home Sports News Fifa ban India : এএফসি লাইসেন্স বন্ধ হয়ে যাবে সাসপেনসন থাকলে: অনির্বাণ...

Fifa ban India : এএফসি লাইসেন্স বন্ধ হয়ে যাবে সাসপেনসন থাকলে: অনির্বাণ দত্ত

Anirban Dutta is the President of IFA

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ইতিমধ্যেই আইএফএফকে নির্বাচিত করেছে ফিফা (Fifa)। ফিফার নির্বাচনের জন্য ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে চলে গিয়েছে।

Advertisements

ফিফার নির্বাসনের জন্য শুধু ভারতবর্ষের ফুটবল নয়, বাংলার ফুটবলেরও বড় ক্ষতি হল বলে মনে করছেন, আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘পুরো ভারতবর্ষের ক্ষতি হবে। আমরা যে কোচিং লাইসেন্স করায় এএফসির আন্ডারে সেই লাইসেন্স বন্ধ হয়ে যাবে। সিএফএলে নতুন কোন বিদেশি খেলতে পারবে না। শুধু তাই নয় আই এস এল নতুন কোন বিদেশি রিক্রুট করতে পারবে না।জাতীয় দলের জন্য অনেক টাকা খরচা করে এআইএফএফ। ভারতীয় টিম যদি বিদেশে না খেলে তাহলে কি লাভ হবে?’

   

সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে কথা বলে বিষয়টি মিটিয়ে নেয়ার জন্য এ বিষয়ে কিছুটা আশাবাদী আইএফএ সচিব। তিনি বলেন, ‘আশা করি সরকার কথা বলে বিষয়টি মীমাংসা করবে। আমাদের দেশে যদি মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ না হয় তাহলে খুবই মানসম্মানের ব্যাপার।বিশ্বকাপ হলে সকলেরই লাভ হত।ট্রাভেল্স এর হিউজ পরিমাণে ব্যবসা হতে পারত। আমার বাংলার অবশ্য বিশ্বকাপের ম্যাচ নেই কিন্তু দেশে বিশ্বকাপ হলে এটা খুবই ভালো হতো।বিশ্বকাপ না হয় তাহলে ভারতীয় ভারতের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আশা করি সমস্যার সমাধান হবে।’

Advertisements