STF জালে ২ আল কায়েদা জঙ্গি, আরও ১৭ জনের খোঁজ

ফের রাজ্যে জঙ্গি জাল কাটল (STF)এসটিএফ। উত্তর ২৪ পরগনার শাসন থেকে ধরা পড়েছে দুই আল কায়েদা জঙ্গি। এমন দাবি করেছে এসটিএফ। এর আগে ২০২০ সালে…

ফের রাজ্যে জঙ্গি জাল কাটল (STF)এসটিএফ। উত্তর ২৪ পরগনার শাসন থেকে ধরা পড়েছে দুই আল কায়েদা জঙ্গি। এমন দাবি করেছে এসটিএফ। এর আগে ২০২০ সালে আল কায়েদা যোগ সন্দেহে রাজ্য থেকে ধরা পড়েছিল ৬ জঙ্গি।

পশ্চিমবঙ্গে জঙ্গিদের নেটওয়ার্ক সক্রিয় বলে বারবার সতর্ক করা হয়েছে। ঝটিকা অভিযানে আল কায়েদা, জেএমবি (জেএমএইচ), এবিটি (আনসার আল ইসলাম), কেএলও জঙ্গিরা ধরা পড়ে বারবার। এই তালিকায় আছে আইএস জঙ্গি সদস্যরা।

এবার এসটিএফ জালে আল কায়েদার দুই জঙ্গি ধরা পড়ল। শাসনের খড়িবাড়ি থেকে তাদের ধরেছে এসটিএফ। একজন হুগলির আরামবাগের বাসিন্দা। অন্যজন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা।

ধৃত জঙ্গিদের নাম আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ। বুধবার উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারা লাগু করা হয়েছে। বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। যা ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয় বলে জানা গেছে৷

সূত্রের খবর,আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। দীর্ঘ জেরা সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর। ধৃত দু’জনের আল কায়দা জঙ্গি। দীর্ঘ দিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।

একাধিক ওয়েবসাইটের মাধ্যমে ছড়ানো হত ঘৃণার বিষ। এমনকি বাংলা ভাষাতেও তা ছড়ানো হত বলে অভিযোগ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকেই বিশেষ নজরে রেখেছিল জঙ্গিরা।