তিন ম্যাচ পর জয়ের মুখ দেখল মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

ইন্ডিয়ান সুপার লীগে আবির্ভাবে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। বায়োডাটায় খুব নামকরা কোনো ক্লাবের নাম না থাকলেও উরুগুয়ের মিডফিল্ডার অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভার ঝলক প্রদর্শন…

federico gallego

ইন্ডিয়ান সুপার লীগে আবির্ভাবে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। বায়োডাটায় খুব নামকরা কোনো ক্লাবের নাম না থাকলেও উরুগুয়ের মিডফিল্ডার অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভার ঝলক প্রদর্শন করেছিলেন। পরে ড্যামেজ কন্ট্রোল করতে তাকে সই করিয়েছিল এটিকে মোহন বাগান।

Federico Gallego এর কথা ভারতীয় ফুটবল অনুরাগীদের এখনও হয়তো মনে রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের হাত ধরে এসেছিলেন ভারতে। এক মরসুম লোনে এই ক্লাবে খেলার পর ফুটবলারের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম এই ক্লাব। লোন স্পেন নিয়ে ধরলে ২০১৮-২০২২ পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে ধারাবাহিকভাবে খেলেছিলেন উরুগুয়ের এই ফুটবলার। করেছিলেন একাধিক গোল।

এটিকে মোহন বাগানে যোগ দিয়েছিলেন ২০২২-২৩ মরসুমের মাঝপথে। জনি কাউকো চোট পেয়ে ছিটকে যাওয়ার পর মাঝমাঠে ভালো মানের একজন বিদেশি ফুটবলার বাগানের দরকার ছিল। তখন Federico Gallego-কে দলের সঙ্গে যুক্ত করা হয়। বাগানের সঙ্গে জিতেছিলেন আইএসএল ক্লাব।

তেত্রিশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার এখন খেলেন উরুগুয়ের সেগুন্ডা ডিভিশনে। Sud América নামের একটি ক্লাবে খেলেন। কেরিয়ারে একাধিকবার এই ক্লাবের হয়ে তিনি খেলেছেন। টুর্নামেন্টের ক্রম তালিকায় লাস্ট বয়ের ঠিক ওপরে রয়েছে ক্লাব। তিন ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয় লাভ করেছে Sud América।