East Bengal Club : লাল-হলুদে ফেদেরিকো গ্যালেগো? জেনে নিন সত্যিটা

Federico Gallego and east bengal club fact check

ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) পক্ষ থেকে নাকি ফেদেরিকো গ্যালেগোকে (Federico Gallego) দলে নেওয়ার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। দল বদলের বাজারে এমন বহু জল্পনার কথা শোনা গিয়েছে। যার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

Advertisements

উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো গ্যালেগো ইতিমধ্যে ভারতীয় ফুটবল আঙিনায় নিজের জাত চিনিয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে মাঝমাঠে খেলেছিলেন সৃজনশীল ফুটবল। ২০১৮-২৯ মরসুম থেকে জড়িয়ে ছিলেন ভারতীয় ফুটবলের সঙ্গে। অল্প সময়ের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম ধারাবাহিক বিদেশি হিসেবে উঠে এসেছিলেন।

   

সম্প্রতি ময়দানে গুঞ্জন, মাঝমাঠের এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছে ইস্টবেঙ্গল ক্লাব। কারও দাবি, ইতিমধ্যে তাঁর কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে চুক্তি পত্র। সত্যি কি তাই?

Advertisements

এখনও পর্যন্ত যা খবর তাতে এই জল্পনার ভিত দুর্বল। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ফেদেরিকো গ্যালেগোর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যায়নি এখনও। চুক্তি পত্র পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা তাই অনেক পরের কথা। লাল হলুদ কর্তাদের পছন্দের তালিকায় হয়তো তিনি রয়েছে। কিন্তু চুক্তি পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, এমন জল্পনার ভিত একেবারেই মজবুত নয়।