Draupadi Murmu: ‘মহিলা ও যুবকদের স্বার্থই হবে প্রধান লক্ষ্য’, রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী…

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। ফলে প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পেল দেশ।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না তাকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে দ্রৌপদী মুর্মু বলেন, তাঁর কাছে দেশের যুব ও মহিলাদের স্বার্থই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হবে। তিনি নিজেকে নিয়ে গর্বিত।

এর আগে, সংসদ ভবনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ একাধিক প্রবীণ নেতা। শপথ নেওয়ার আগে দ্রৌপদী মুর্মু রাজঘাটে পৌঁছে সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদে পৌঁছনো আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটা ভারতের প্রতিটি গরিব মানুষের অর্জন। আমিই দেশের প্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘সাঁওতাল বিপ্লব, পাইকা বিপ্লব থেকে শুরু করে কল বিপ্লব এবং ভীল বিপ্লব, এটি স্বাধীনতা সংগ্রামে উপজাতীয় অবদানকে আরও শক্তিশালী করেছে। আমরা সামাজিক উন্নতি ও দেশের প্রতি ভালবাসার জন্য ‘ধরতি আবা’ ভগবান বিরসা মুন্ডাজির আত্মত্যাগে অনুপ্রাণিত হয়েছিলাম।’

তিনি আরও বলেন, মাত্র কয়েকদিন আগেই ভারত ২০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার রেকর্ড গড়েছে। এই সমগ্র যুদ্ধে ভারতের জনগণ যে সংযম, সাহস ও সহযোগিতা দেখিয়েছে তা একটি সমাজ হিসেবে আমাদের ক্রমবর্ধমান শক্তি ও সংবেদনশীলতার প্রতীক। রাষ্ট্রপতি আরও বলেন, আমি সেই উপজাতীয় ঐতিহ্যে জন্মগ্রহণ করেছি যা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে হাজার হাজার বছর ধরে জীবনকে এগিয়ে নিয়ে গেছে।’

ভারতীয় সেনা বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। দিনটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক। আমি কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনী এবং দেশের সকল নাগরিককে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।