FC Goa: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আইএসএল সেমিফাইনালে গোয়া

FC Goa, Chennaiyin FC

ফের জ্বলে উঠলেন ব্রুনো ফার্নান্দেজ। শনিবার প্লে-অফের লড়াইয়ে তার করা গোলেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল মানালো মার্কেজের ছেলেরা। এদিন গোয়ার ফতৌদা স্টেডিয়ামে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল বোরহা হেরারারা। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় গোয়া (FC Goa)। দলের জার্সিতে গোল করেন যথাক্রমে নোয়া সাদাউ এবং ব্রুনো ফার্নান্দেজ।

Advertisements

অন্যদিকে, চেন্নাইয়িন এফসির হয়ে একটি মাত্র গোল করেন সার্বিয়ান তারকা লাজার সিরকোভিচ। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা সম্ভব হয়নি তাদের পক্ষে। অন্যদিকে, গত বেশ কয়েক মরশুম পর ফের সেমিফাইনালে চলে আসল গোয়া শিবির।

তবে এই ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আগ্ৰাসী থাকতে দেখা গিয়েছিল জর্ডন মারিদের। একের পর এক আক্রমণের ফলে একটা সময় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল গোয়া‌। কিন্তু জয় গুপ্তার পাশাপাশি ওদেই ওনান্ডিয়ার মতো ফুটবলারদের উপস্থিতি যথেষ্ট জমাট ছিল গোয়া ডিফেন্স। অন্যদিকে, সঠিক সুযোগ বুঝেই আক্রমণে উঠে আসতে থাকে কার্লোস মার্টিনেজ থেকে শুরু করে ম্যাকহিউরা।

Advertisements

ম্যাচের ঠিক ৩৬ মিনিটের মাথায় এই দাপুটে ফুটবলারের পাস থেকে গোল করে যান নোয়া সাদাউ। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় গোয়া শিবির। তারপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে ব্যবধান বাড়িয়ে যান ব্রুনো।

তবে প্রথমার্ধের শেষের দিকেই চেন্নাইয়িন‌ দলের হয়ে ব্যবধান কমিয়ে যান সিরকোভিচ। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে, আগামী ২৪ এপ্রিল মুম্বাই সিটি এফসির বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে নামবে গোয়া শিবির।