AFC Cup Ambition: চাই তৃতীয় জয়, গ্রুপ শীর্ষে ওঠাই একমাত্র লক্ষ্য সবুজ-মেরুনের

২৪ অক্টোবর এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে ভারতে আসছে শক্তিশালী দল বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG )। বলাবাহুল্য,…

Mohun Bagan Coach Juan Ferrando

২৪ অক্টোবর এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে ভারতে আসছে শক্তিশালী দল বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG )। বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ব্যাপক ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

অন্যদিকে, একেবারেই উল্টো পরিস্থিতি বসুন্ধরার। নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস ক্লাবের কাছে হেরে যাওয়ার পর সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে জয় পেয়েছে এই ফুটবল দল। তাই, কিছুটা হলেও আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরা ফুটবল দল। এবার তাদের লক্ষ্য, কোনোভাবে মোহনবাগান দলকে আটকে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়াই একমাত্র লক্ষ্য তাদের।

অপরদিকে, এবারের আইএসএলে অনবদ্য পারফরম্যান্স করার পর এবারের এএফসি কাপেও নিজেদের সেরা পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য হুয়ান ফেরেন্দোর ছেলেদের। এখন থেকেই সেই ছক কষতে শুরু করে দিয়েছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। বর্তমানে টানা তিন ম্যাচ জিতে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। সেই ধারা এএফসি কাপে ও বজায় রাখতে চান গতবারের হিরো আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। তাহলেও বাকিদের ভরসা না করে অনায়াসেই পরের রাউন্ডে চলে যাবে কলকাতার এই প্রধান।

বর্তমানে সাময়িক ছুটিতে খেলোয়াড়রা বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত থাকলেও কিছুদিন পর থেকেই ফের অনুশীলন শুরু করবে মোহনবাগান। তারপর আগামী ২৪ তারিখ বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচ খেলতে হবে তাদের। এখন সেদিকেই তাকিয়ে সকলে।