RPF কনস্টেবল পদে প্রচুর নিয়োগ হতে চলেছে, বেসিক বেতন ২১,৭০০ টাকা

রেলওয়ে প্রোটেকশান ফোর্স বা RPF-এ এবার কনস্টেবল পোস্টে চাকরির জন্য জারি হল নিয়োগ বিজ্ঞপ্তি। ১৪ মে পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে করতে পারবেন আবেদন। ওই মাসের…

RPF Constable

রেলওয়ে প্রোটেকশান ফোর্স বা RPF-এ এবার কনস্টেবল পোস্টে চাকরির জন্য জারি হল নিয়োগ বিজ্ঞপ্তি। ১৪ মে পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে করতে পারবেন আবেদন। ওই মাসের ১৫ থেকে ২৫ তারিখ পর্যন্ত খোলা থাকবে কারেকশান উইন্ডো। রইল বিস্তারিত তথ্য–

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য প্রথমে RRB-র অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে মিলবে আবেদনের লিঙ্ক। তাতে ক্লিক করে পূরণ করতে হবে ফর্ম। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত যাবতীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। নথি আপলোড হয়ে গেলে আবেদনের ফি জমা করবেন প্রার্থী। শেষে সাবমিট অপশানে ক্লিক করলে জমা হয়ে যাবে আবেদনপত্র।

প্রার্থী নির্বাচন
মোট ৩টি ধাপে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমে আবেদনকারীদের দিতে হবে কম্পিউটার বেসড টেস্ট বা CBT। এতে MCQ ধর্মী প্রশ্ন থাকবে। দ্বিতীয় স্তরে শারীরিক পরীক্ষা দিতে হবে। সবশেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই। তিনটি হার্ডেল পার করলে তবেই মিলবে চাকরি।

শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পোস্টে আবেদন করা যাবে। আবেদনকারীকে মাধ্যমিক পাশের বৈধ মার্কশিট ও শংসাপত্র জমা করতে হবে।

বয়স সীমা
RPF-র কনস্টেবল পোস্টে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত এতে আবেদন করা যাবে। সরকারি নিয়ম মেনে তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতিভুক্তরা (ST) বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

বেতন কাঠামো
RPF-র কনস্টেবল (এক্সিকিউটিভ) পোস্টে লেভেল থ্রি কাঠামো অনুযায়ী মিলবে বেতন। এতে বেসিক পে ২১,৭০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া DA ও অন্যান্য ভাতা দেবে রেল।

শূন্যপদ
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের RPF-র কনস্টেবল পোস্টে মোট শূন্যপদের সংখ্যা ৪,২০৮।

আবেদনের ফি
এই পোস্টে অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদনের ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে SC, ST, আর্থিকভাবে দুর্বল শ্রেণি (EWS) ও মহিলা প্রার্থীদের দিতে হবে ২৫০ টাকা। তাইআর দেরি না করেই আগ্রহী প্রার্থীরা শুরু করেদিন আবেদন।