Job Preparation: পঞ্চায়েতে ক্লার্ক-পিওন-ডেটা এন্ট্রি অপারেটর পদে কী ভাবে নেবেন চাকরির প্রস্তুতি?

Job Preparation: চলছে লোকসভা নির্বাচন৷ আর তা কেটে গেলেই পঞ্চায়েত স্তরে বিপুল নিয়োগ করবে রাজ্য সরকার। চাকরি হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে।…

Job Preparation india

Job Preparation: চলছে লোকসভা নির্বাচন৷ আর তা কেটে গেলেই পঞ্চায়েত স্তরে বিপুল নিয়োগ করবে রাজ্য সরকার। চাকরি হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। ক্লার্ক, নির্মাণ সহায়ক থেকে শুরু করে ডেটা এন্ট্রি অপারেটরের মতো একগুচ্ছ পদে মিলবে নিয়োগপত্র। আগ্রহী প্রার্থীদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

কোন কোন পদে চাকরি
পঞ্চায়েত সমিতি
গ্রুপ ডি স্টাফ
জেলা পরিষদ
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
সিস্টেম ম্যানেজার
স্টেনোগ্রাফার
সেক্রেটারি
গ্রাম পঞ্চায়েত
সহায়ক
ডিস্ট্রিক ইনফরমেশন অ্যানালিস্ট
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
গ্রাম পঞ্চায়েত কর্মী
অ্যাকাউন্টস ক্লার্ক
ক্লার্ক কাম টাইপিস্ট
ডেটা এন্ট্রি অপারেটর
পিওন
গ্রাম পঞ্চায়েত কর্মী

এই পোস্টগুলির মধ্যে ক্লাস 8 পাশে গ্রাম পঞ্চায়েত কর্মীকে আবেদন করা যাবে। এতে চাকরি পেতে দিতে হবে 58 নম্বরের পরীক্ষা। যার মধ্যে থাকবে ইংরেজিতে 10, বাংলায় 13, গণিতে 10 ও সাধারণ জ্ঞানের 10 নম্বরের প্রশ্ন। এছাড়াও দিতে হবে 15 নম্বরের ইন্টারভিউ। এতে মাসিক বেতন 17,000 টাকা।

গ্রাম সহায়ক
মাধ্যমিক বা ক্লাস 10 পাশে গ্রাম সহায়ক পোস্টে করা যাবে আবেদন। এতে চাকরি পেতে 25 নম্বর করে ইংরেজি, বাংলা ও গণিতের পরীক্ষা দিতে হবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 10 নম্বরের। ইন্টারভিউ হবে 15 নম্বরের। এই পোস্টের বেতন 28,900 টাকা।

গ্রাম সচিব
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ও 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের শংসাপত্র থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। এই পোস্টের পরীক্ষার নিয়ম কানুন গ্রাম সহায়কের মতোই। এতে বেতন 22,700 টাকা থেকে শুরু।

অন্যান্য পোস্ট
একই ধরনের পরীক্ষা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে। স্নাতক পাশ করলে এতে করা যাবে আবেদন। পাশাপাশি থাকতে হবে কম্পিউটার এ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা ডিগ্রি। অন্যদিকে সিভিল ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন নির্মাণ সহায়ক পোস্টে। তাই দেরি না করেই যথা শিঘ্রই লক্ষ্য রাখুন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ওয়েবসাইটে।