Udanta Singh: বেঙ্গালুরু এফসির এই তারকা ফুটবলার কে সই করাল গোয়া

বেঙ্গালুরু এফসির প্রতিষ্ঠা লগ্ন থেকে একেবারে দলের ফেডারেশন কাপ জয় হোক কিংবা আইলিগ জয়, সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন এই তারকা। এমনকি কার্লোস কুয়াদ্রাতের কোচিং জামানায়…

Udanta Singh Kumam

বেঙ্গালুরু এফসির প্রতিষ্ঠা লগ্ন থেকে একেবারে দলের ফেডারেশন কাপ জয় হোক কিংবা আইলিগ জয়, সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন এই তারকা। এমনকি কার্লোস কুয়াদ্রাতের কোচিং জামানায় আইএসএল জয়ী দলেও সুযোগ করে নিয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই প্রতিভাবান। পাশাপাশি ডুরান্ড কাপ ও সুপার কাপ জেতার ও রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

তবে গত কয়েকটি মরশুম একেবারেই ভালো যায়নি যারফলে আগত মরশুমের আগে বেঙ্গালুরু এফসির অফিসিয়াল সাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তার দল ছাড়ার কথা। এবার সেই উদান্তা সিং কে সই করালো মানালো মার্কুইসের নতুন দল এফসি গোয়া। শোনা যাচ্ছে, একেবারে দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে এই ভারতীয় তারকা কে দলে টেনেছে আইএসএলের এই ক্লাব।

   

দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উদান্তা বলেন, এফসি গোয়ার মতো দলের সদস্য হতে পেরে আমি যথেষ্ট খুশি। গোয়া যখনই খেলতে নামে আমি তাদের প্রশংসা করি। তাছাড়া আমরা যখন গোয়ার বিপক্ষে খেলতে নামতাম তখন আমাদের অনেকটাই ভালো খেলতে হতো। তবে গত মরশুম শেষ হওয়ার পর থেকেই দুই পক্ষের একসাথে কাজ করার ইচ্ছা ছিল। চুক্তিটি সম্পন্ন হওয়ার জন্য আমি যথেষ্ট খুশি। আশা করি আগত ফুটবল মরশুমে এফসি গোয়ার জার্সিতে নিজের সেরাটা দিতে সক্ষম হবো।

তবে উদান্তার বেঙ্গালুরু ছাড়ার পর শোনা গিয়েছিল যে এবার হয়ত লাল-হলুদে সই করবেন তিনি। যার অন্যতম কারন ছিল কার্লোস কুয়াদ্রাতের দায়িত্ব গ্রহণ। একটা সময় এই স্প্যানিশ কোচের অধীনেই বেঙ্গালুরু এফসি দলের হয়ে আইএসএল খেলে ছিলেন তিনি। জিতেছিলেন ট্রফি। তবে শেষ পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে যুক্ত হলেন এই ভারতীয় তারকা।