সাদিকুদের পারফরম্যান্স নিয়ে খুশি মানোলো, জানালেন মনের কথা

গত শনিবার নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) পরাজিত করেছে এফসি গোয়া (FC Goa)। পুরো সময়ের শেষে তিন গোলের ব্যবধানে এসেছে জয়। অন্যান্য ম্যাচের…

Indian Head Coach Manolo Marquez

গত শনিবার নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) পরাজিত করেছে এফসি গোয়া (FC Goa)। পুরো সময়ের শেষে তিন গোলের ব্যবধানে এসেছে জয়। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচে ও গোল পেয়েছেন আর্মান্দো সাদিকু। নিজেদের হোম ম্যাচ থাকায় প্রথম থেকেই সক্রিয় ছিল গোয়া শিবির।

তবে সুযোগ পেতেই বেঙ্গালুরু এফসি আক্রমণে উঠে আসতে শুরু করলেও বারংবার বাঁধা পেতে হচ্ছিল সন্দেশ ঝিঙ্গানদের কাছে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দরুন গোলশূন্য ফলাফল থাকলেও সময় এগোনোর সাথে সাথেই বদলে যায় পরিস্থিতি।

   

Also Read | ঘরের মাঠে ওডিশার বিরুদ্ধে কঠিন লড়াই, কী বলছেন কোচ বেনালি? 

সময় যত এগিয়েছে ততই ব্যবধান বাড়িয়েছে এফসি গোয়া। যারফলে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি আইএসএলের এই ফুটবল ক্লাবের। দলের পারফরম্যান্স সহজেই মন জয় করে নিয়েছে সমর্থকদের। এছাড়াও দলের ফুটবলারদের পারফরম্যান্সে খুশি কোচ মানোলো মার্কুয়েজ (Manolo Marquez)। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” জয়ের পর আমার অনুভূতির খুব একটা বদল আসেনি। তবে আমি মনেকরি বর্তমান সময়ের থেকে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। আজকে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ইতিবাচক ছিল। “

Also Read | কেরালার বিরুদ্ধে ম্যাচের আগে উন্নতির ‘মূল ক্ষেত্র’ ফাঁস পেট্র ক্র্যাটকির

তিনি আরও বলেন, ” বেঙ্গালুরু এফসির মত কঠিন প্রতিপক্ষকে পরাজিত করার সুযোগ আমরা হাতছাড়া করিনি। প্রতি ম্যাচেই আমাদের ছেলেরা স্কোর করছে। দলের আক্রমণভাগ যথেষ্ট মজবুত হয়েছে। আমরা এই ম্যাচে তিনটি গোল করেছি।আমাদের ছেলেরা আজ অনেক দৌড়েছে। পাশাপাশি আমাদের রিজার্ভ বেঞ্চে ও অনেক ভালো ফুটবলার রয়েছে। তাঁদের কাজে লাগাতে হবে। সকলেই যথেষ্ট প্রতিভাবান।”

অন্যদিকে, আইএসএল প্রথম ম্যাচ পরাজিত হয়েছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি‌। টুর্নামেন্টের প্রথম থেকেই দাপট থাকলেও হঠাৎ হোঁচট খেতে হল রাহুল ভেকেদের। এখন এখান থেকেই ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে সকলের।