East Bengal: মশালবাহিনীকে বিদায় জানানোর পথে এক বিদেশি ফুটবলার

শীঘ্রই শেষ হচ্ছে যাত্রা। ইস্টবেঙ্গলকে (East Bengal) বিদায় জানানোর পথে এক বিদেশি ফুটবলার। কলিঙ্গ সুপার কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে লাল হলুদ ব্রিগেডের…

Farewell Looms as Foreign Footballer Javier Siverio Toro Bids Adieu to East Bengal

শীঘ্রই শেষ হচ্ছে যাত্রা। ইস্টবেঙ্গলকে (East Bengal) বিদায় জানানোর পথে এক বিদেশি ফুটবলার। কলিঙ্গ সুপার কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে লাল হলুদ ব্রিগেডের সঙ্গে তার পথ চলা খুব বেশি দীর্ঘ হবে না বলেই মনে করা হচ্ছে।

ইস্টবেঙ্গল সমর্থকদের আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন Javier Siverio Toro এর নাম। জোর জল্পনা, ইস্টবেঙ্গল শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে রয়েছেন তিনি। হয়তো দুই পক্ষের মধ্যে আলোচনাও চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ক্লাব বা ফুটবলারের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা করা হয়নি।

কলিঙ্গ সুপার কাপ ফাইনালের পর থেকে ফুটবল প্রেমীদের আলোচনার অনেকটা জুড়ে শুধু ইস্টবেঙ্গল। কাপ জেতার রেশ যেমন রয়েছে তেমনই ট্রান্সফার উইন্ডো খোলা থাকার কারণে যখন তখন বদলাচ্ছে হওয়ার গতিপথ। ইতিমধ্যে বোরহা হারেরাকে লোনে এফসি গোয়ায় পাঠিয়েছে ইস্টবেঙ্গল। এরপর হয়তো আরো এক বিদেশি ফুটবলারকে পাকাপাকিভাবে বিদায় জানাবে ক্লাব।

Javier Siverio Toro

Instagram পোস্টের একটি ছবি দ্রুত ভাইরাল হয়েছে। পোস্টটি Javier Siverio Toro’র বলেই মনে হচ্ছে। সেই পোস্ট এখন অবশ্য খুঁজলে আর পাওয়া যাচ্ছে না। ইস্টবেঙ্গল দলের সেলিব্রেশনের সঙ্গে লেখা, ‘এখানেই শেষ। ছয় মাসের মধ্যে একটা সোনা ও একটা রুপোর পদক ক্লাবের দখলে। কি দারুণ আমাদের এই স্কোয়াড। ভারতীয় ও বিদেশি, আমরা সবাই মিলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করতে পেরেছি।’