IND vs AFG: টানটান টি-২০, দু’বার সুপার ওভার খেলে ম্যাচের ফয়সালায় জিতল ভারত

IND vs AFG 3rd T20I Result: ম্যাচের মতো একটা ম্যাচ হল বটে! টানটান টি২০। ভারতের মতো প্রবল প্রতিপক্ষকে সমানে সমানে টক্কর দিল আফগানিস্তান। ম্যাচ গড়াল…

IND vs AFG 3rd T20I Result: Thrilling Super Over Decider Ends in Victory for India"

IND vs AFG 3rd T20I Result: ম্যাচের মতো একটা ম্যাচ হল বটে! টানটান টি২০। ভারতের মতো প্রবল প্রতিপক্ষকে সমানে সমানে টক্কর দিল আফগানিস্তান। ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানেই হল সিরিজের তৃতীয় ম্যাচের ফয়সালা।

ভারত ও আফগানিস্তানের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি বেঙ্গালুরুতে হয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ইনিংস মুখ থুবড়ে পড়ে। পঞ্চম ওভার পর্যন্ত ২২ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর ক্রিজে শুরু হয় রোহিত শর্মা (৬৯ বলে অপরাজিত ১২১ রান) ও রিঙ্কু সিং (৩৯ বলে অপরাজিত ৬৯ রান) এর রেকর্ড ভাঙা জুটি। এই দুজনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসের শেষ বল পর্যন্ত ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২১২ রান। দুজনেই অপরাজিত থেকে ১৯০ রান যোগ করেন।

বড় রান করতে নেমে কম গেল না আফগানিস্তান। সিরিজ আগে হাতছাড়া হয়েছে। কিন্তু নিয়ম রক্ষার এই ম্যাচ জিতলে বজায় থাকবে মান। বুধবারের ম্যাচ দেখে কখনও মনে হয়নি এটা স্রেফ নিয়ম রক্ষা করার জন্য খেলা হচ্ছে। বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়াম এমনিতে ছোটো। পিচ ব্যাটিং সহায়ক। ফলে রান যে দেদার উঠবে সেটা অনেকেই আন্দাজ করেছিলেন। কিন্তু এইভাবে! আফগানিস্তানও করল ২১২ রান। ম্যাচ টাই। অতএব সুপার ওভার। আফগানিস্তানের হয়ে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও জাদরান করেন অর্ধশতরান। শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে ভারতের মাথা ব্যাথা বাড়ালেন নইব। ২৩ বলে ৫৫ রান করে অপরাজিত রইলেন তিনি। ১৬ বলে ৩৪ করে তাকে যোগ্য সঙ্গত দেন নবি।

সুপার ওভারে এক উইকেট হারিয়ে ১৬ রান করে আফগানিস্তান। ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৭। এবারেও একই রান। আফগানিস্তানের মতো সুপার ওভারে টিম ইন্ডিয়াও করল ১৬/১। এবার?

নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল নির্ধারণ করার জন্য শুরু করা হয় আরও একটা সুপার ওভার। এবার প্রথমে ব্যাট করতে নামে ভারত। ছয় মেরে ওভার শুরু করেন রোহিত শর্মা। পরের বলে চার। তবে রান বেশি ওঠেনি এই ওভারে, ১১/২। ভারত দ্বিতীয় সুপার ওভারে রান কম করলেও পারল না আফগানিস্তান। এক রানের বিনিময়ে ২ উইকেট হারায় আফগানিস্তান। চাপের ম্যাচে জিতল ভারত। তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া জিতল ৩-০ ব্যবধানে।