Mohun Bagan SG: শিকে ছিঁড়বে পোগবার ভাগ্যে?

সবুজ মেরুন (Mohun Bagan SG) জার্সিতে আর হয়তো দেখা যাবে না কার্ল ম্যাক হিউকে। কার্ল মাঝমাঠের পাশাপাশি দরকারে রক্ষণভাগে খেলার ক্ষমতা রাখেন।

Florentin Pogba

সবুজ মেরুন (Mohun Bagan SG) জার্সিতে আর হয়তো দেখা যাবে না কার্ল ম্যাক হিউকে। কার্ল মাঝমাঠের পাশাপাশি দরকারে রক্ষণভাগে খেলার ক্ষমতা রাখেন। তার অনুপস্থিতে দলের রক্ষণ সামলানোর ক্ষেত্রে অনেকটা শূন্য স্থান তৈরি হতে পারে বলে অনেকের ধারণা। এ ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে পারে মোহন বাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন: Mohan Bagan SG: কার্ল ম্যাক হিউ না থাকায় সুবিধা হবে হুয়ানের?

প্রায় চার বছরের সম্পর্কের অবসান। কলকাতার ক্লাবের হয়ে খেলবেন না কার্ল ম্যাক হিউ। ইন্ডিয়ান সুপার লীগের অপর ক্লাব এফসি গোয়ার হয়ে হয়তো তিনি খেলবেন। কার্ল না থাকলে অন্য পন্থা নিতে পারে বাগান। জোর বাড়াতে হবে রক্ষণে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মোহন বাগান সুপার জায়ান্ট হয়তো রক্ষণভাগের কোনো ফুটবলারকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করতে পারে।

আরও পড়ুন: Transfer Window: কলকাতা ছেড়ে গোয়ার পথে কার্ল ম্যাক হিউ

বিগত কয়েক মরসুমে সবুজ মেরুন ব্রিগেডের সাফল্যের অন্যতম কাণ্ডারী ছিলেন কার্ল ম্যাক হিউ। তার জুতোয় পা গলানো যে সহজ হবে না সেটা বলাই বাহুল্য। কিছু দিন আগে কলকাতা বিমান বন্দরে ফ্লোরেন্তিন পোগবাকে দেখে বাগান সমর্থকদের অনেকেই হয়তো বিস্মিত হয়েছিল। কেউ কেউ এমনটাও বিশ্বাস করছিলেন যে ক্লাবকে না জানিয়েই কলকাতায় এসেছেন ফরাসি তারকা। চোটের কারণে গত মরসুমের বেশিরভাগ সময় খেলতে পারেননি। পরে ফিরে গিয়েছিলেন বাড়ি। তার সঙ্গে সবুজ মেরুন ক্লাবের চুক্তি এখনও রয়েছে। সেই মোতাবেক অনুশীলনে যোগ দিয়েছেন ফ্লোরেন্তিন পোগবা। দলের মূল দলের অংকে তিনি রয়েছেন কি না সেটা আপাতত স্পষ্ট নয়।

আরও পড়ুন: Calcutta League: রেফারির সিদ্ধান্তে অসন্তোষ হয়ে আইএফএ শরণে কালীঘাট ক্লাব

কার্ল না থাকায় মোহন বাগান সুপার জায়ান্ট হয়তো আরো একজন ডিফেন্ডারকে দলে নেবে। হামিল বাগান রক্ষণ ভাগের একমাত্র বিদেশি ফুটবলার। তার ব্যাক আপ নেই। প্রীতম কোটাল সাইড ব্যাকের পাশাপাশি দরকারে সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলে দিতে পারতেন। তিনিও দল বদল করেছেন। এই পরিস্থিতিতে হামিলের সঙ্গী কি তাহলে ফ্লোরেন্তিন পোগবা? উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্ভাবনা।